উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে ভাঙন ধরাল তৃণমূল। ফের বিজেপি (Bjp) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল (Tapashi Mondol)। সোমবার বিধানসভা থেকে তৃণমূল (Tmc) ভবনে গিয়ে তৃণমূলে যোগ দেন তাপসী। তাপসী আগে সিপিএমের বিধায়ক ছিলেন। ২০১৬ সালে তিনি সিপিএমের প্রতীকে জয়ী হন। পরে সিপিএম (CPM) ছেড়ে বিজেপির পতাকা ধরেন। এবার তাপসী তৃণমূলে যোগ দেওয়ায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি শিবির বড় ধাক্কা খেল বলেই মনে করা হচ্ছে।
এদিন তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নযজ্ঞে শামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছেন তাপসী মণ্ডল। সাংবাদিক বৈঠকে তাপসী বলেন, ‘প্রগতিশীল এই রাজ্যে বিভাজনের রাজনীতি চলছে। এই রাজনীতি মেনে নেওয়া কঠিন হচ্ছিল। বিভিন্নভাবে প্রতিবাদ করেও লাভ হয়নি। তাই তৃণমূলে জয়েন করছি।’ শ্যামল মাইতি জানান, শুভেন্দু অধিকারী হিংসাশ্রয়ী রাজনীতি করতে চাইছেন। তাই বাংলায় শান্তি বজায় রাখতে তাঁরা তৃণমূলে যোগ দিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী মণ্ডল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাপসী হলদিয়া থেকে বিজেপির টিকিটে লড়েন। আবার জয়ী হন। সম্প্রতি নানা কারণে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর দূরত্ব তৈরি হয়েছিল। কিছুদিন আগেই তিনি নিজের নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। আজ পাকাপাকিভাবে দলত্যাগ করলেন।