ফাঁসিদেওয়াঃ রাঙ্গাপানিতে ফের দুর্ঘটনার কবলে রেল। শুক্রবার রাত প্রায় পৌনে ১০টা নাগাদ ফাঁসিদেওয়া ব্লকের রাঙ্গাপানি নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) এ তেল বোঝাই করে বেরোনোর সময় লুপ লাইনে দুর্ঘটনাটি ঘটে। তেল পরিবহণকারী ট্রেনের দু’টি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। তবে, ওই তেল পরিবহণকারী রেলের একাধিক বগি ডাউন লাইনে দাঁড়িয়ে ছিল দুর্ঘটনার সময়।
এর আগে ৩১ জুলাই একই জায়গায় দিনের বেলা এনআরএল এ তেল নিতে প্রবেশ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। এবারেও একইভাবে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তর-পূর্ব ভারতে যোগাযোগ রক্ষাকারী আপ এবং ডাউন লাইনে বন্ধ হয়ে যায়। তবে, দ্রুততার সঙ্গে মেইন লাইন থেকে ট্রেনের বাকি অংশ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আরপিএফ এবং আধিকারিকরা পৌঁছান। দ্রুততার সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত তেল পরিবহণকারী ট্রেনের বগি সরানোর কাজ শুরু হয়েছে৷
রাঙ্গাপানি লেভেল ক্রসিং থেকে মাত্র কয়েকশো মিটার দূরে লাইনের বাঁকে ট্রেনের চাকা পড়ে যায়। ট্রেনে দাহ্য তেল থাকায় আরপিএফের তরফে বগি থেকে কয়েকশো মিটার দূরে দড়ি বেঁধে সাধারণ মানুষের অবাধ প্রবেশ আটকে দেওয়া হয়েছে। ১৭ জুন এই রাঙ্গাপানি সংলগ্ন ছোট নির্মলজোতের সিংহিভাসায় কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনাতে লোকো পাইলট সহ একাধিক যাত্রীর মৃত্যু হয়। বারবার খবরের শিরোনামে রেল দুর্ঘটনা এবং রাঙ্গাপানির নাম জড়াচ্ছে। এতেই প্রশ্নের মূখে রেলের নিরাপত্তা।
যদিও, এদিনের দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে, দুর্ঘটনার জেরে ফাঁসিদেওয়া-মেডিকেল রাজ্য সড়কে থাকা রাঙ্গাপানি লেভেল ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছিল বেশকিছুক্ষণের জন্য। এরজেরে মেডিকেলগামী গাড়ি এবং অ্যাম্বুলেন্সও যাতায়াতে সমস্যা তৈরি হয়েছিল। বারবার এলাকায় ট্রেন দুর্ঘটনা স্থানীয়দের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেইসঙ্গে রেলের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে৷ এই ঘটনায় অবশ্য রেলের আধিকারিকদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।