ডিজিটাল ডেস্ক: সম্প্রতি গেরুয়া শিবিরে একের পর এক অস্বস্তি সামনে আসছে। প্রসঙ্গত, বিগত কয়েক দিন যাবত গেরুয়া শিবিরে বিক্ষুব্ধ নেতাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তার মধ্যেই বঙ্গ বিজেপির দুই হেভিওয়েট নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শোকজ করার পর থেকে অশান্তি আরো বেড়েছে গেরুয়া শিবিরে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় শোকজপ্রাপ্ত নেতার পাশে দাঁড়ালেন রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। বিভিন্ন বিষয়ে দলকে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্যকরেন তথাগত রায়। কিন্তু এবার তথাগত রায় শোকজপ্রাপ্ত অন্যতম বিজেপি নেতা রীতেশ তিওয়ারির পাশে দাঁড়ালেন। তথাগত রায় জানিয়েছেন, রীতেশ তিওয়ারি বহু পুরোনো বিজেপি নেতা। রীতেশ তিওয়ারি যখন বিজেপিতে এসেছিলেন, তখন পার্টি অনেক ছোট ছিল। ফলে ক্ষমতার লোভে যে রীতেশ তিওয়ারি বিজেপিতে আসেনি তা নিশ্চিত করলেন এদিন তথাগত রায়। খুব স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে তথাগত রায়ের এই মন্তব্য যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন : স্কুল খোলা নিয়ে কি বললেন সুভাষ সরকার?