Friday, November 8, 2024
HomeExclusiveTea Industry | চা শিল্পের উন্নয়নে বরাদ্দ প্রায় ৬৬৪ কোটি

Tea Industry | চা শিল্পের উন্নয়নে বরাদ্দ প্রায় ৬৬৪ কোটি

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: চা শিল্পের (Tea Industry) উন্নয়নে কেন্দ্রীয় শিল্পবাণিজ্যমন্ত্রক প্রায় ৬৬৪ কোটি টাকা মঞ্জুর করেছে। এবারে ওই বরাদ্দ কীভাবে খরচ করা হবে, তা টি বোর্ডের (Tea Board) তরফে সার্কুলার দিয়ে চা মহলকে জানিয়ে দেওয়া হল। টি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশন স্কিমের মাধ্যমে টি বোর্ড পাঁচটি খাতে ওই টাকা খরচ করবে। ভরতুকি, অনুদানের মতো সহযোগিতা পাওয়ার শর্ত এবং সেইসঙ্গে কীভাবে বাগানগুলিকে আবেদন করতে হবে সেটাও গাইডলাইন সহ জানিয়ে দেওয়া হয়েছে।

১৫ অক্টোবর থেকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে নানা কারণে ধুঁকতে থাকা উত্তরবঙ্গের চা বাগানগুলি (Tea Garden)। টি বোর্ডের প্রস্তাবিত প্রকল্পগুলির মাধ্যমে ক্ষুদ্র চা চাষিরা দারুণভাবে উপকৃত হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। ক্ষুদ্র চা চাষিদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের (সিস্টা) সভাপতি বিজয়গোপাল চক্রবর্তী বলেন, ‘টি বোর্ডের এই উদ্যোগকে স্বাগত জানাই। তবে ব্যক্তিগত মালিকানাধীন ক্ষুদ্র চা চাষিদের জন্য আরও কিছু পরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল। এখন দেখার, বাস্তবে ঠিক কতটা তহবিল বরাদ্দ হয়।’

বাগানের উন্নয়ন ও চায়ের উৎকর্ষতার ক্ষেত্রে নতুন চারা রোপণ, নার্সারি তৈরি, ক্ষুদ্র চা চাষিদের স্বনির্ভর গোষ্ঠী, ফার্মার্স প্রোডিউসার্স ক্লাব, ফার্মার্স প্রোডিউসার্স অর্গানাইজেশন তৈরি, মিনি টি ফ্যাক্টরি চালু, চা চাষিদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে উদ্ধুদ্ধ করতে পুরস্কার প্রদান, মাটি পরীক্ষা ইত্যাদি বিষয়ে আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিল্পবাণিজ্যমন্ত্রকের বরাদ্দ তহবিল থেকে। শ্রমিক কল্যাণমূলক কাজ এবং তাঁদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে স্বাস্থ্য সচেতনতার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি চা শ্রমিক এবং ক্ষুদ্র চা চাষিদের পরিবারের ছেলেমেয়েদের জন্য উচ্চশিক্ষায় আর্থিক সহযোগিতা, বন্ধ চা বাগান এবং প্রাকৃতিক বিপর্যয়ের শিকার চা বাগানের শ্রমিক পরিবারের ছেলেমেয়েদের জন্য বইপত্র এবং ইউনিফর্ম কেনার অনুদান, তাদের মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে কৃতীদের পুরস্কার, বন্ধ চা বাগানের বিশেষভাবে সক্ষম ও গুরুতর অসুস্থ শ্রমিকের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্তও টি বোর্ডের প্রকল্পে রয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Kartik Aaryan | কবে বিয়ে করছেন কার্তিক? যা বললেন নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুদর্শন চেহারা। পর্দায় একের পর এক ভিন্ন স্বাদের চরিত্র চিত্রায়ণ। সবমিলিয়ে এখন বলিউডের (Bollywood) নবীন প্রজন্মের ‘হার্টথ্রব’ তিনি। বলিউডের সেই...

Asansol | আর্জেন্টিনায় ‘বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ’, আন্তর্জাতিক মঞ্চে সোনা জয় আসানসোলের সঞ্জিত দে’র

0
আসানসোলঃ আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করল আসানসোলের সঞ্জিত দে। আর্জেন্টিনায় অনুষ্ঠিত ‘বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ’-এর পেয়ারস বিভাগে সোনার পদক পেয়ে আসানসোলের নাম ইতিহাসের পাতায়...

India-Bangladesh | হিন্দুদের রক্ষা করতে কঠোর পদক্ষেপ নিন, বাংলাদেশকে বলল ভারত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চট্টগ্রামে হিন্দুদের উপর হামলার ঘটনায় উদ্বিগ্ন ভারত (India-Bangladesh)। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে এই হামলায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার...

TMC | সাঁকোয়াঝোরায় উপনির্বাচনের প্রচারে তৃণমূল প্রার্থী

0
গয়েরকাটা: বৃহস্পতিবার মাদারিহাট বিধানসভার অন্তর্গত সাঁকোয়াঝোরা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার সারলেন মাদারিহাট উপনির্বাচনের তৃণমূল (TMC) প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। এদিন গয়েরকাটার মা ভুবনেশ্বরী মন্দিরে...

Chhath Puja | অস্তগামী সূর্যকে অর্ঘ্য দিয়ে ছটপুজোয় শামিল পুণ্যার্থীরা

0
ব্যুরো রিপোর্ট: বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন নদীঘাটে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করে ছটপুজোয় (Chhath Puja) শামিল হলেন বিভিন্ন এলাকার ছটব্রতীরা। নিয়ম মেনে শুক্রবার সকালে ফের...

Most Popular