উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সাত বছরের এক খুদে পড়ুয়াকে স্কুলের ভেতরেই শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের অন্তর্গত থানের এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃত ওই শিক্ষক স্কুলে শারীরশিক্ষার ক্লাস নিতেন। তার বিরুদ্ধে পকসো আইন সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, স্কুল চত্বরের মধ্যেই ওই পড়ুয়ার শ্লীলতাহানি করেন অভিযুক্ত শিক্ষক। পরে ওই নাবালিকা বাড়ি ফিরে বাবা-মাকে বিষয়টি জানালে তাঁরা স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় থানার সিনিয়র পুলিশ ইনস্পেক্টর শনিবার জানান, অভিযুক্তকে আদালতে পেশ করা হলে একদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বদলাপুরের এক কিন্ডারগার্টেন স্কুলে দুই খুদে পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে সেই স্কুলেরই সাফাইকর্মীর বিরুদ্ধে। ওই ঘটনাকে কেন্দ্র করে সেইসময় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল থানে। আবারও সেই মহারাষ্ঠ্রের থানেতেই এক বেসরকারি স্কুলের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবক সহ সাধারণ মানুষের মধ্যে।