Monday, July 1, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরWomen Trafficking | উত্তরপ্রদেশে পাচারচক্রের হাতে বিক্রি নাবালিকা, ৩ লক্ষ টাকার বিনিময়ে...

Women Trafficking | উত্তরপ্রদেশে পাচারচক্রের হাতে বিক্রি নাবালিকা, ৩ লক্ষ টাকার বিনিময়ে ফেরালেন শিক্ষক

রায়গঞ্জ: বিয়ের নামে ১৬ বছরের এক নাবালিকাকে উত্তরপ্রদেশে বিক্রি করে দিয়েছিলেন দুই মহিলা। শেষ পর্যন্ত রায়গঞ্জের এক শিক্ষকের চেষ্টায় বছর দুয়েক পর বাড়ি ফিরেছে সদ্য তরুণী। তাঁকে ঘরে ফিরিয়ে আনতে শিক্ষককে খরচ করতে হয়েছে তিন লক্ষ টাকা।

ঘটনাটি চাকুলিয়া ব্লকের একটি গ্রামের। একসময় নাবালিকা তার পরিবারের সঙ্গে সেই গ্রামে থাকত। ওই গ্রামে থাকতেন অভিযুক্ত দুই নারী পাচারকারী মহিলাও। কিন্তু নাবালিকার বাবা-মা মারা যাওয়ায় তাকে জলপাইগুড়ির একটি গ্রামে নিজেদের কাছে নিয়ে চলে যান দিদা ও মাসি। অভিযোগ, ওই দুই মহিলা পাচারকারী জলপাইগুড়ি গিয়ে দিদা ও মাসিকে বলেন, তাঁরা নাবালিকার জন্য উত্তর প্রদেশে পাত্র ঠিক করেছেন। ভুল বুঝিয়ে নাবালিকাকে এটওয়ারের একটি গ্রামে বিক্রি করে দেন তাঁরা।

বিষয়টি জানতে পারেন রায়গঞ্জের একটি স্কুলের শিক্ষক। তিনি আবার মেয়েটির দূর সম্পর্কের আত্মীয়। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, চাকুলিয়ার ওই দুই মহিলা পাচারকারী নাবালিকাকে উত্তরপ্রদেশে বিক্রি করে দিয়েছেন। তিনি ওই দুই মহিলার সঙ্গে কথাবার্তা শুরু করেন। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। প্রায় ছ’মাস বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়ে তিনি মেয়েটির ঠিকানা সংগ্রহ করেন। তিনি প্রথমে নাবালিকার মাসি সহ দুই মহিলাকে এটওয়ারের ওই গ্রামে পাঠান। কিন্তু তাঁদের ফিরিয়ে দেয় নাবালিকার ক্রেতারা। এরপর তিনি নিজেই নাবালিকার ক্রেতাদের সঙ্গে কথা বলতে শুরু করেন। তাঁকে জানিয়ে দেওয়া হয়, তিন লক্ষ টাকা না পেলে নাবালিকাকে তারা ছাড়বে না। শেষ পর্যন্ত ওই টাকা দিয়ে তিনি মেয়েটিকে ফিরিয়ে আনেন। এখন অবশ্য সেই নাবালিকা সদ্য তরুণী।

ওই শিক্ষক বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দুই মহিলা তিন লক্ষ টাকায় উত্তরপ্রদেশের এটওয়ার জেলার একটি গ্রামে মেয়েটিকে বিক্রি করে দেন। মেয়ের দিদা ও মাসিকে ভুল বুঝিয়ে তাঁরা এই কাজ করেছিলেন। শেষ পর্যন্ত তিন লক্ষ টাকা দিয়ে মেয়েটিকে ফিরিয়ে এনেছি। মেয়েটি এখন মাসির বাড়িতে রয়েছে। উত্তরপ্রদেশে মেয়েটির উপর অকথ্য অত্যাচার চালানো হয়েছে। তাকে উপার্জনের কাজে লাগানো হয়েছিল। ইতিমধ্যে আমি ইসলামপুর পুলিশ জেলার সুপারকে বিক্রেতা দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি। ওই দুই মহিলা এলাকার আরও দুটি মেয়েকে বিক্রি করে দিয়েছেন। একজন শিক্ষক হিসাবে এই অন্যায় আমি মানতে পারছি না। আমি এর শেষ দেখে ছাড়ব।‘

চাকুলিয়া ও গোয়ালপোখর এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় নারীপাচার চক্র। দালালদের খপ্পরে পড়ে বহু বাবা-মা মেয়ে হারিয়েছেন। তবে এই ঘটনায় অভিযুক্ত দুই মহিলার ফোনের সুইচ অফ থাকায় তাঁদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেলায় নারীপাচার প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত জবা ভট্টাচার্য বলেন, ‘চাকুলিয়া ও গোয়ালপোখর এলাকায় নারীপাচার চক্র ভীষণ সক্রিয়। বিয়ের প্রলোভন দেখিয়ে তারা গরিব ঘরের মেয়েদের ভিনরাজ্যে বিক্রি করে দিচ্ছে। তবে অনেক ক্ষেত্রে সব জেনেশুনেও দালালদের হাতে মেয়েদের তুলে দিচ্ছেন গরিব মানুষজন। এই গ্রামগুলিতে সচেতনতা প্রচারের প্রয়োজন আছে।’ যদিও এই ঘটনায় চাকুলিয়া থানা বা কানকি ফাঁড়িতে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানাচ্ছে পুলিশ।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Hurricane Beryl | ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘বেরিল’! বার্বাডোজে টিম হোটেলেই বন্দি টিম ইন্ডিয়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বার্বাডোজে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। যে কারণে বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট। বেরিল ঘূর্ণিঝড়ে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।...

Manipur | বিহারের পর এবার মণিপুর, সেতু ভেঙে ইম্ফল নদীতে পড়ে গেল ট্রাক, মৃত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিহারে ভেঙে পড়েছে একের পর নব নির্মিত সেতু। এ বার সেতু বিপর্যয় ঘটল মণিপুরে। রবিবার নব নির্মিত একটি সেতু...

Fuel price | অন্য রাজ্যে নয়, বাংলায় আচমকাই বাড়ল পেট্রল-ডিজেলের দাম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোট শেষ হতেই দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের। ইতিমধ্যেই আমজনতার মোবাইলের খরচ বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বাড়ল...

Nagrakata | রাতভর তাণ্ডব, ৫ টি বাড়ি ভেঙে দিল হাতি

0
নাগরাকাটা: রাতভর তাণ্ডব চালিয়ে নাগরাকাটায় ৫টি বাড়ি ভেঙ্গে দিল বুনো হাতি। এর মধ্যে রয়েছে নাগরাকাটা বস্তিতে ৩ টি  ও সুখানী বস্তিতে ২ টি বাড়ি।...

Asansole | ডাকাতিতে বিহার যোগ! ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হল ‘গ্যাংস্টার’ সুবোধ সিংকে

0
আসানসোলঃ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ বড়সড়ো ডাকাতির ঘটনা ঘটেছিল আসানসোলের রানিগঞ্জ থানার রামবাগান ডক্টরস কলোনিতে। সেই রাতে একদল ডাকাত হানা...

Most Popular