বালুরঘাট: ঝুলন্ত দেহ উদ্ধার হল এক স্কুল শিক্ষকের (School Teacher)। মৃতের নাম ফারুক আহমেদ(৩৫)। মৃতের বাড়ি বালুরঘাট (Balurghat) ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কুমারগ্রাম এলাকায়। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা (Doctor) তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
জানা গিয়েছে, ফারুক বেশ কয়েক বছর আগে প্রাথমিক শিক্ষকের চাকরি পান ফারুক। বর্তমানে সে হিলি থানার ঈশ্বরপুর প্রাথমিক স্কুলে চাকরি করছিলেন। গত কয়েক দিন ছুটি থাকার পর আজ স্কুল খুলেছে। সকালে স্কুল যাওয়ার জন্য রেডি হওয়ার কথা ছিল ফারুকের। এদিকে তাঁর বাবা-মা বাইরে কাজ করছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে গোলা ঘরে গলায় ফাঁস দেয় ফারুক। পরিবার সূত্রে আরো জানা গিয়েছে, মৃত ওই প্রাথমিক স্কুল শিক্ষকের মাস দুয়েক আগে বিয়ে হয়। তবে স্ত্রী শ্বশুর বাড়িতেই থাকতেন। কিছু দিন বাদে অনুষ্ঠান করে স্ত্রীকে বাড়ি নিয়ে আসার কথা ছিল। তার আগেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রহস্য দানা বেঁধেছে।