রাজ্য

Chopra | বেহাল নিকাশি ব্যবস্থা, জমা জল ডিঙিয়ে ক্লাসে শিক্ষিকা-ছাত্রীরা

চোপড়া: জলকাদা ডিঙিয়ে ক্লাসে ঢুকতে হচ্ছে ছাত্রীদের। কারণ, বেহাল নিকাশি ব্যবস্থা। যার জেরে চলতি বর্ষায় চোপড়া গার্লস হাইস্কুল (Chopra Girls High School) চত্বর জল থইথই। দিনের পর দিন বৃষ্টির জমা জলে সমস্যায় পড়েছেন শিক্ষিকা সহ ছাত্রীরা। প্রতিদিন স্কুলের মূল গেট থেকে ক্লাসরুম অবধি জমা জল ডিঙিয়ে সবাইকে চলাফেরা করতে হচ্ছে। জমা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পাশাপাশি বাড়ছে পতঙ্গবাহিত রোগ সংক্রমণের উদ্বেগ। এ ব্যাপারে কারও কোনও ভ্রূক্ষেপ নেই বলে অভিযোগ।

সদর চোপড়া গার্লস হাইস্কুলে সেই অর্থে নিজস্ব কোনও খেলার মাঠ নেই। সামনে যেটুকু ফাঁকা জায়গা রয়েছে সেখানে দিনের পর দিন বৃষ্টির জল জমে থাকে। পড়ুয়াদের জমা জলের উপর দিয়ে ক্লাসে ঢুকতে হচ্ছে। শিক্ষিকাদের একাংশের কথায়, সারাবছর সমস্যা নেই। বর্ষা এলেই সামনের মাঠে মাসাধিককাল জল জমে থাকায় দুর্ভোগে পড়তে হয়। দশম শ্রেণির তনুজা খাতুন বলেন, জমা জলের উপর দিয়ে হেঁটে ক্লাসে ঢোকার আগে সবাইকে কলে পা ধুতে যেতে হয়। আরেক ছাত্রী রশিদা খাতুন বলছেন, গত বছর ভরা বর্ষায় একই সমস্যা ছিল। লাগাতার দু’দিন বৃষ্টি হলে দু’-একটি ক্লাসঘরে নিশ্চিত জল ঢুকবে।

স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মিলি সান্যাল জানান, সামনে অংশ উঁচু হওয়ায় নিকাশিনালা সমস্যায় অনেক দিনের। প্রতিবার বর্ষায় সমস্যা হয়। বিষয়টি পঞ্চায়েতের নজরে আনা হয়েছে। চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান অবশ্য বলেন, ‘স্কুলের সামনে নিকাশিনালা রয়েছে। কিন্তু মাঠের একাংশ নীচু থাকায় জল বের হচ্ছে না। শনিবারের মধ্যে লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সদর চোপড়ার (Chopra) একাধিক পাড়ায় নিকাশি সমস্যা নিয়ে এবারও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পর্যাপ্ত নিকাশিনালা না থাকায় ব্লকপাড়ায় ভারী বৃষ্টিতে অনেক বাড়িতেই জল ঢুকছে। ওই পাড়ার বাসিন্দা অতুলপ্রসাদ অধিকারী বলেন, ‘এলাকায় সেভাবে নিকাশিনালা নেই। এবারও বর্ষা আসতেই অনেকেই জলমগ্ন হওয়ার আশঙ্কায় ভুগছেন।’

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Hina Khan | ‘শরীরে দাগ থাকবে, ভয় নয়’, ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মাঝে বার্তা হিনার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছে স্তন ক্যানসারে (Breast cancer) আক্রান্ত হিনা খান (Hina…

7 mins ago

Wimbledon 2024 | শুরু হল উইম্বলডন, প্রথমদিন কোর্টে নামছেন আলকারাজ-আজারেঙ্কা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে শুরু হল ২০২৪ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতা। প্রথমদিন লড়াইয়ে…

7 mins ago

Medha Patkar | ২৩ বছর আগে মানহানি, মেধাপাটেকরকে শাস্তি দল আদালত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানহানি মামলায় ৫ মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হল সমাজকর্মী মেধা পাটেকরকে…

16 mins ago

বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের

রতুয়া: বিদ্যালয় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়া এবং অভিভাবকদের। সোমবার রতুয়া হাই মাদ্রাসা…

19 mins ago

Biriyani | দোকানের মতো বিরিয়ানি বানাতে চান? মেনে চলুন ৫টি নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিরিয়ানি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। মটন হোক…

23 mins ago

Alipurduar | আয়ুষ চিকিৎসায় আলো ছড়াচ্ছেন আলিপুরদুয়ারের উদয়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: অসুস্থ হলে ছুটে যেতে হয় তাঁদের কাছেই। তারপরেও চিকিৎসকদের নিয়ে নানা ক্ষোভ,…

29 mins ago

This website uses cookies.