ক্যানবেরা: পারথ টেস্টের সাফল্য এখন অতীত। টিম ইন্ডিয়া গতকালই পারথ ছেড়ে ক্যানবেরায় পৌঁছে গিয়েছে। ক্যানবেরার মানুকা ওভালের মাঠেই শনিবার থেকে অজি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলে দুইদিনের অনুশীলন ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মারা। তার আগে আজ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিসের দরবারে হাজির হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সেখানে অধিনায়ক রোহিত তাঁর সতীর্থদের সঙ্গে অজি প্রধামন্ত্রীর পরিচয়ও করিয়ে দেন।
আর সেই পরিচয় পর্বকে কেন্দ্র করেই হইচই শুরু হয়েছে। অজি প্রধানমন্ত্রী অ্যালবানিসের ‘খোঁচা’-র জবাবে চওড়া হাসি নিয়ে পালটা দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পরিচয় পর্বের সময় বিরাটকে অজি প্রধানমন্ত্রী বলেছেন, ‘পারথে তোমরা দারুণ সময় কাটিয়েছ। বিশেষ করে তোমার ব্যাটিং ছিল দেখার মতো। মনে হচ্ছিল, আমাদের কষ্টটা যেন যথেষ্ট ছিল না।’ অজি প্রধানমন্ত্রীর থেকে এমন কথা শুনে প্রথমে হেসে ফেলেন কোহলি। পরে চওড়া হাসি নিয়েই তিনি তাঁকে মজার ছলে পালটা দেন। বিরাট বলেন, ‘আমি সবসময় সব জায়গাতেই মশলা যোগ করার চেষ্টা করি।’ কোহলির মুখে পালটা হিসেবে এমন কথা শুনে হেসে ফেলেন অজি প্রধানমন্ত্রী। পরে অবশ্য প্যাট কামিন্সদের দেশের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, শনিবার থেকে ভারতীয় দলের বিরুদ্ধে শুরু হতে চলা অনুশীলন ম্যাচের আসরে তিনি তাঁর দলকেই সমর্থন করবেন। যদিও তিনি জানেন, ভারতের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা সবসময় চ্যালেঞ্জিং।
কোহলি-রোহিতদের সঙ্গে অজি প্রধানমন্ত্রীর সাক্ষাতের ঘটনাকে প্রবলভাবে সমর্থন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার থেকে অজি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে শুরু হতে চলা টিম ইন্ডিয়ার অনুশীলন ম্যাচের দিকে তাঁরও নজর থাকবে বলে জানিয়েছেন মোদি। একইসঙ্গে দেশের ১৪০ কোটি মানুষের সমর্থনও কোহলি-রোহিতদের জন্য থাকবে, অজি প্রধানমন্ত্রীর উদ্দেশে জানিয়েছেন মোদি। তিনি বলেছেন, ‘আমার ভালো বন্ধু অ্যান্থনি অ্যালবানিস ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন শুনে ভালো লাগল। অস্ট্রেলিয়া সিরিজের শুরুটা দারুণ হয়েছে আমাদের। গোটা দেশ মেন ইন ব্লু-র সমর্থনে গলা ফাটাতে তৈরি। বাকি সিরিজের পাশে অজি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের জন্যও ভারতীয় দলকে শুভেচ্ছা।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর আজ সেখানকার সংসদে ভাষণও দেন ভারত অধিনায়ক রোহিত। দুই দেশের অতীতের দীর্ঘ সম্পর্কের কথা দুনিয়াকে মনে করিয়ে দিয়ে হিটম্যান বলেছেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। খেলা হোক বা বাণিজ্য, বরাবরই এমনটা চলে এসেছে। আমরা দুনিয়ার এই অংশে হাজির হয়ে ক্রিকেট খেলতে সবসময় পছন্দ করি। জানি অস্ট্রেলিয়ায় হাজির হয়ে ক্রিকেট খেলা, সফল হওয়া সহজ কাজ নয়। কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয় সবসময়। তবে দল হিসেবে এই চ্যালেঞ্জ নিতে সবসময় পছন্দও করি আমরা।’ পারথের অপটাস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের মাধ্যমে বর্ডার-গাভাসকার ট্রফির অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। সামনে আরও চার টেস্টের চ্যালেঞ্জ রয়েছে। ভারত অধিনায়ক রোহিত বলেছেন, ‘শেষ সপ্তাহে পারথে যে সাফল্য আমরা পেয়েছি, সেই ছন্দ ধরে রাখতে চাই। জানি কাজটা সহজ নয়। কিন্তু দল হিসেবে সেই চ্যালেঞ্জ নিচ্ছি আমরা।’
এদিকে, আগামীকাল থেকে গোলাপি বলে মানুকা ওভালের মাঠে অনুশীলন শুরু করছে টিম ইন্ডিয়া। কোচ গৌতম গম্ভীর এখনও রোহিতদের সঙ্গে যোগ না দিলেও কাল মানুকা ওভালের অনুশীলনে পুরো ভারতীয় দলেরই হাজির থাকার কথা। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের টেস্টের আগে শনিবার থেকে অনুশীলন ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য মহাগুরুত্বপূর্ণ হতে চলেছে।