উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার গুজরাটের (Gujarat) কচ্ছ জেলায় ৫৪০ ফুট গভীর কুয়োয় (Deep borewell) পড়ে গিয়েছিলেন ১৮ বছরের এক তরুণী। অবশেষে টানা ৩৩ ঘণ্টার প্রচেষ্টার পর মঙ্গলবার তাঁকে কুয়ো থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অচেতন অবস্থায় ওই তরুণীকে উদ্ধারের পরই তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছিল, কান্দেরাই গ্রামে ৫৪০ ফুট গভীর ওই কুয়োর ৪৯০ ফুটে আটকে ছিলেন তরুণী। প্রথমে একজন প্রাপ্তবয়স্কের গভীর কুয়োয় পড়ে যাওয়ার বিষয়টি মানতে চাননি প্রশাসনের আধিকারিকরা। পরে কুয়োর ভেতরে ক্যামেরার মাধ্যমে তরুণীর উপস্থিতি নিশ্চিত করেন তাঁরা। তারপরই শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু কুয়োটি মাত্র ১ ফুট চওড়া হওয়ায় সেখান থেকে ওই তরুণীকে বের করতে যথেষ্ট বেগ পেতে হয়েছে উদ্ধারকারী দলকে। স্থানীয় পুলিশ, দমকলকর্মীদের পাশাপাশি এনডিআরএফ (NDRF) ও বিএসএফও (BSF) উদ্ধারকাজে সাহায্য করেছে।