উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন শিশু সহ পাঁচজন। মঙ্গলবার গভীর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার(Telangana Accident) আদিলাবাদ জেলায়। ডিভাইডারে ধাক্কা মারল যাত্রীবাহী গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন শিশু সহ পাঁচ জনের। গাড়ির বাকি যাত্রীরা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গিয়েছে, তেলঙ্গানার আদিলাবাদের গুড়িহানুর মণ্ডলের মেকালাগান্ডি মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেইসময় গাড়িটি আটজন যাত্রীকে নিয়ে নির্মল জেলার ভৈনসা থেকে আদিলাবাদের উদ্দেশে যাচ্ছিল। আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। চারজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে(Hospital) ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত এবং জখমরা সকলেই একই পরিবারের সদস্য। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।