উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ধ্বংসস্তূপ থেকে ৩১ জনের দেহ উদ্ধার হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে।’ এদিকে, মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মঙ্গলবার ঘটনাস্থলে যেতে পারেন।
সোমবার সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলরামে একটি রাসায়নিক কারখানায় হঠাৎ বিস্ফোরণ হয়। কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, বিস্ফোরণে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বাড়তে থাকে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার হতে থাকে একের পর এক দেহ।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজনরসিমা বলেন, ‘ঘটনার সময় কারখানায় প্রায় ৯০ জন কর্মচারী ছিলেন। বিস্ফোরণে কারখানার শেড উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক শ্রমিকের দেহ ছিটকে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে।’ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণে ওই কারখানায় বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।