উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত কয়েকদিনে পারদপতন হয়েছে বঙ্গে। কিন্তু এই শীত ক্ষণস্থায়ী। কারণ ফের পথে কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে পশ্চিমি ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির আগে ১০ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমি ঝঞ্ঝা। ফলে উত্তুরে হাওয়ার পথে বাধা সৃষ্টি হতে পারে (Weather Update)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে কমবেশি কুয়াশার দাপট থাকবে। আপাতত চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। তবে আগামী সোমবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে।
অন্যদিকে, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ মূলত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। শুক্রবার ও শনিবার তাপমাত্রা প্রায় একই থাকবে।