Tuesday, October 8, 2024
Homeউত্তরবঙ্গCoochbehar | দিশারির পুজোয় দক্ষিণ ভারতের মন্দির

Coochbehar | দিশারির পুজোয় দক্ষিণ ভারতের মন্দির

নীলাংশু চক্রবর্তী, উছলপুকুরি: সুটুঙ্গা নদীর কোল ঘেঁষে উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের দেউতিরহাট বাজারটি অবস্থিত। সেখানে দিশারি ক্লাব ও পাঠাগার প্রাঙ্গণে এবছর দেখা যাবে দক্ষিণ ভারতের মন্দির! ওই মন্দিরের আদলে মণ্ডপ তৈরির কাজ চলছে সেখানে।

মেখলিগঞ্জ ব্লকের অন্যতম বড় বাজেটের এই পুজোটির বাজেট প্রায় ১০ লক্ষ টাকা ধরা হয়েছে। কৃষিনির্ভর এই জনপদটিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। গ্রামীণ এলাকার পুজো হলেও এখানকার প্যান্ডেল, আলোকসজ্জা, প্রতিমা বরাবরই নজর কাড়ে দর্শনার্থীদের। এবছর পুজোর ১২২তম বছর। পুজো কমিটির সভাপতি ধনঞ্জয় বর্মন জানালেন, এলাকাবাসীর দেওয়া চাঁদার ওপর নির্ভর করে পুজোর আয়োজন করা হয় প্রত্যেকবার। নটরাজের আদলে মূর্তি আনা হবে মাথাভাঙ্গা থেকে।শতাব্দীপ্রাচীন এই পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান নিষ্ঠাভরে পালন করা হয়। অষ্টমীতে বিশেষ ভোগের আয়োজন করা হয়। সন্ধিপুজোয় ১০৮টি প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করেন সকলেই। মাকে দেওয়া হয় ১০৮টি পদ্মফুল। অষ্টমীর ভোগে স্থানীয় এলাকায় উৎপাদিত সুগন্ধি চাল দিয়ে তৈরি পরমান্ন ঠাকুরকে নিবেদন করা হয়।

স্বর্গীয় খরগনাথ বর্মন এই পুজো প্রথম শুরু করেন। ক্লাবটির সদস্য সৌরভ মজুমদার বলেন, ‘এই এলাকায় একটিমাত্র পুজো হয়। নাহলে ঠাকুর দেখতে যেতে হত দূরে জামালদহ, রানিরহাট অথবা চ্যাংরাবান্ধায়।’ এবছর পুজো উপলক্ষ্যে ক্লাবের তরফে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি নেওয়া হয়েছে। পুজো কমিটির তরফে কানু বর্মন জানান, নবমীতে দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হবে। ১৪ অক্টোবর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেদিন গায়িকা মাহি বিশ্বাস মঞ্চে থাকবেন।

ক্লাবের সদস্যরা ছাড়া স্থানীয়রাও হাত লাগিয়েছেন পুজোর কাজে। এলাকাবাসী কণিকা রায়, নীলিমা শর্মা, সুনীলকুমার মজুমদাররা সারাবছর এই পুজোর জন্য অপেক্ষা করেন।পুজো কমিটির কোষাধ্যক্ষ দেবরাজ দেবশর্মা জানান, গ্রামীণ এলাকায় ভালো পুজোর জন্য তাঁদের স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছিল। এবারও তাই সবাইকে তাঁদের ভাবনা দিয়ে চমকে দিতে চাইছে দিশারি ক্লাব ও পাঠাগার।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Durga Puja 2024 | পুজোর কদিনও কি মেনটেন হবে ডায়েট? কীভাবে চলবে খাওয়া-দাওয়া?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুজোয় জমিয়ে খাওয়া দাওয়ার মাঝেই শরীরের দিকেও নজরটা যাতে থাকে। তাই ডায়েট মেনটেন করতে ভুলে গেলে চলে কীভাবে? ডায়েট মানে...

Zakir Naik । ইসলামিক সমাজেও কেন শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটে?’ তরুণীর প্রশ্নে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের বিতর্কে জড়ালেন ইসলামী ধর্মগুরু জাকির নায়েক। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন জাকির। সেখানেই এক অনুষ্ঠানে হাজির তরুণীর প্রশ্নের মুখে মেজাজ...

Dipa Karmakar | অবসর ঘোষণা দীপা কর্মকারের, ৩১ শেই বড় সিদ্ধান্ত তারকা জিমন্যাস্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৩১ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিলেন দেশের অন্যতম সেরা জিমন্যাস্ট( gymnast) দীপা কর্মকার। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের...

Sunita Williams | আমেরিকার নির্বাচনে মহাকাশ থেকেই ভোট দেবেন সুনীতা উইলিয়ামস, কীভাবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সুনীতা উইলিয়ামস(Sunita Williams)। আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে(US Presidential election) নিজের ভোট তিনি দেবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন...

Gujarat | তীর্থযাত্রী বোঝাই বাস উলটে গেল গুজরাতে, মৃত ৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অম্বাজি মন্দির দর্শনে গিয়েছিলেন পুন্যার্থীরা। ফেরার পথে সেই তীর্থযাত্রী বোঝাই বাস উলটে যায় গুজরাতের বনসকাঁটা জেলায়(Banaskantha district)। ঘটনায় মৃত্যু হয়েছে...

Most Popular