Thursday, June 1, 2023
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুররোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসককে মারধর, হাসপাতাল ভাঙচুরের অভিযোগ

রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা, চিকিৎসককে মারধর, হাসপাতাল ভাঙচুরের অভিযোগ

ইটাহার: সাপের কামড়ে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ইটাহার ব্লক হাসপাতালে। চিকিৎসককে মারধর, হাসপাতাল ভাঙচুরের অভিযোগ উঠল। ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পরে হাসপাতালে অবস্থানে শামিল হলেন স্বাস্থ্যকর্মীরা।

বুধবার রাতে ইটাহারের কালোমাটিয়া সংলগ্ন দক্ষিণ দিনাজপুরের সৈয়দপুর গ্রামের বাসিন্দা পিন্টু পাল (৩৬)কে ইটাহার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে রায়গঞ্জ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার ভোরে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। এরপরই ক্ষুব্ধ রোগীর পরিজনরা ইটাহার ব্লক হাসপাতালে গিয়ে ইমার্জেন্সি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সারফুল আলিকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি ভাঙচুর চালায় হাসপাতালে। আক্রমনকারীরা মদ্যপ অবস্থায় তাণ্ডব চালিয়েছে বলে আক্রান্ত চিকিৎসক দাবি করেন। এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও অন্য স্বাস্থ্যকর্মীরা এসে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। নিরাপত্তা সুনিশ্চিত সহ এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সরব হন তাঁরা।

অন্যদিকে মৃতের আত্মীয়রা জানান, তাঁরা এই বিষয়ে কিছু জানেন না। যদি এমন হয়ে থাকে তাহলে ক্ষুব্ধ গ্রামবাসীরা ক্ষোভ দেখিয়েছে। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে আক্রান্ত চিকিৎসক জানিয়েছেন। যদিও ইটাহার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments