শিলিগুড়ি: মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধল দার্জিলিং মোড় এলাকায়। অভিযোগ, মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজে বাধা দেয় স্থানীয় একটি বার কর্তৃপক্ষ। পরিস্থিতি এমনই হয় যে দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। মন্দির কমিটির সদস্যরা ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু করতে দেওয়ার দাবিতে সেখানেই অবস্থানে বসে পড়েন। পরে পুলিশের আশ্বাসে তাঁরা উঠে যান। যদিও এই ঘটনায় রাত পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে। প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার জানান, একটা ঝামেলা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের ধারে একটি হনুমান মন্দির দীর্ঘদিন ধরেই রয়েছে। যদিও ফোর লেনের কাজের কারণে সেই মন্দির কিছুটা পিছিয়ে নিতে হয়েছে। মন্দির কমিটির সদস্য মনোজ শর্মার দাবি, ‘ন্যাশনাল হাইওয়ে অথরিটিকে চিঠি দেওয়ার পর তাঁরা আমাদের জায়গা দেয়। এব্যাপারে আমরা সাংসদ রাজু বিস্তাকেও চিঠি দিয়েছিলাম।’
এদিন সেই জায়গাতেই মন্দির কমিটির সদস্যরা ভিত্তিপ্রস্তর স্থাপন শুরু করেন। এরপরই শুরু হয় ঝামেলা। অভিযোগ, ওই বার থেকে কিছু লোক বেরিয়ে এসে কাজ বন্ধ করার চেষ্টা করেন। এরপর মন্দির কমিটির সঙ্গে শুরু হওয়া কথা কাটাকাটি দ্রুত বদলে যায় হাতাহাতিতে। বার কর্তৃপক্ষের তরফে সতীশ গুপ্ত দাবি করেন, ‘আমাদের লাইসেন্স নেওয়া বার রয়েছে। ওরা মন্দিরের নাম করে সরকারি জমি দখল করছে।’