উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হংকংয়ের (Hong Kong) কেবল ব্রিজে ভয়াবহ আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ২ লক্ষ বাড়ি। পরিবহন, স্কুল, হাসপাতালে সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। হংকং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এর আগে এত দীর্ঘ ব্ল্যাকআউট কখনও হয়নি। ব্রিজের আগুনের প্রভাব ভয়ংকরভাবে ছড়িয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কেবল ব্রিজে আগুন লাগে। ওই ব্রিজের মাধ্যমে ১৩২ কিলো ভোল্টের তিনটি কেবল হুয়াং লং, তিন শুই ওয়াই এবং তুয়েন মুন এলাকায় বিদ্যুৎ সরবরাহ হয়। হঠাৎ আগুন লাগায় সমস্ত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। পরবর্তীতে কেবল ব্রিজটি ভেঙে পড়ে।
আরও পড়ুন: Bangladesh | বন্যাবিধ্বস্ত বাংলাদেশের সিলেট, মৃত অন্তত ৩২