মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Tesla | ভারতে কর্মী নিচ্ছে টেসলা, মোদি-মাস্কের বৈঠকের পরই এদেশের বাজারে বিনিয়োগের ইঙ্গিত?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে কর্মী নিয়োগ শুরু করল মার্কিন ধনকুবের এলন মাস্কের (Elon Musk) সংস্থা টেসলা (Tesla)। সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে মাস্কের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার ঠিক কিছুদিন পরই ভারতে টেসলার কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি সামনে এসেছে। যা একটি শক্তিশালী ইঙ্গিত যে বৈদ্যুতিক যানবাহন (EV) নির্মাতা সংস্থাটি ভারতীয় বাজারে প্রবেশের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে।

জানা গিয়েছে, সোমবার সকাল থেকে ভারতে ১৩টি পদের জন্য কর্মী নিয়োগ (Job openings) শুরু করেছে টেসলা। লিংকডিনে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপাতত দিল্লি এবং মুম্বইতে কর্মী নেওয়া হচ্ছে। টেকনিশিয়ান, গ্রাহক পরিষেবা ম্যানেজার, ডেলিভারি, স্পেশ্যালিস্ট সহ নানা পদে নিয়োগ শুরু হয়েছে। টেসলা এর আগেও ভারতীয় বাজারে প্রবেশের আগ্রহ দেখিয়েছে। কিন্তু উচ্চ আমদানি শুল্কের কারণে সংস্থাটি শেষ পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি। তবে ভারত সরকার সম্প্রতি ৪০ হাজার ডলারের বেশি দামের উচ্চমানের গাড়ির উপর শুল্ক ১১০ শতাংশ থেকে কমিয়ে ৭০ শতাংশ করেছে। যার ফলে ভারতীয় বাজার বিলাসবহুল ইভি প্রস্তুতকারকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

গত বছর লোকসভা নির্বাচনের আগে টেসলা কর্তা এলন মাস্ক ভারতে আসবেন বলে শোনা গিয়েছিল। কারখানা তৈরির জন্য বেশ কিছু এলাকা ঘুরে দেখারও কথা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত ভারতে আসেননি টেসলা কর্তা। তবে এবার আমেরিকায় মোদি ও এলনের বৈঠকের পরই ভারতে টেসলা জট কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে ভারতে কবে গাড়ি বিক্রি শুরু করবে টেসলা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি। বিশ্লেষকদের মতে, চাহিদা এবং নীতিগত সহায়তার উপর নির্ভর করে ভারতে কারখানা তৈরির আগে প্রাথমিকভাবে গাড়ি আমদানির উপরই মনোযোগ দেবে টেসলা।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Sunita Williams | কখন পৃথিবীর মাটি ছোঁবেন সুনীতারা? উৎসবের প্রস্তুতি গুজরাটের গ্রামে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ নয় মাসের প্রতীক্ষার অবসান।...

Voter-Aadhar Link | ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার, ঘোষণা নির্বাচন কমিশনের   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত...

Rahul Gandhi | ‘মহাকুম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধাও জানালেন না’, মোদির ভাষণ নিয়ে সুর চড়ালেন রাহুল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার বাজেট অধিবেশন চলাকালীন লোকসভায়...

Calcutta High Court | পিএসসিকে ক্লিনচিট, বিচারক নিয়োগে স্থগিতাদেশ তুলে নিল হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিম্ন আদালতে বিচারক নিয়োগের পরীক্ষায়...