উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি টেক্সাসে (Texas)। এখনও পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সামার ক্যাম্পে গিয়ে নিখোঁজ ২৩ জন।
শুক্রবার প্রবল বৃষ্টি (Heavy Rain) শুরু হয় টেক্সাসে। কের কাউন্টিতে রাতভর বৃষ্টিতে আচমকাই গুয়াদালুপ নদীর জল অন্তত ১০ ইঞ্চি বেড়ে যায়। হান্টে নদীর জলস্তর দু’ঘণ্টায় ২২ ফুট বৃদ্ধি পায় বলে জানা গিয়েছে। নদীর জল ফুলে ফেঁপে ওঠে। কয়েক ঘণ্টার বাঁধভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকা। জলের তোড়ে ভেসে যায় ওই এলাকায় সামার ক্যাম্পে (Summer Camp) আসা বহু পড়ুয়া। পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা চলছে। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে খবর।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের খোঁজে নেমেছে উদ্ধারকারী দল। ১৪টি হেলিকপ্টার এবং ১২টি ড্রোন নামানো হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, টেক্সাস হিল কান্ট্রিতে সামার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। অন্তত ৭৫০ জন পড়ুয়া তাতে অংশ নিয়েছিল। নিখোঁজদের খোঁজ চলছে।