Tuesday, December 3, 2024
HomeখেলাধুলাCricketer Death | মাঠেই মারা গেলেন বছর ৩৫-এর ক্রিকেটার, ক্যামেরাবন্দি হল পুরো...

Cricketer Death | মাঠেই মারা গেলেন বছর ৩৫-এর ক্রিকেটার, ক্যামেরাবন্দি হল পুরো ঘটনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ খেলতে নেমে মাঠেই হৃদরোগে(cardiac arrest) আক্রান্ত হয়ে মৃত্যু হল ইমরান পাটেল(Imran Patel) নামক এক ৩৫ বছর বয়সি ক্রিকেটারের। ঘটনাটি ঘটেছে পুণের গারওয়ার স্টেডিয়ামে। জানা গিয়েছে, এদিন ব্যাট করতে নেমে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন ইমরান। এরপর সাঝঘরে ফেরার পথে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

সূত্রের খবর, বৃহস্পতিবার গারওয়ার স্টেডিয়ামে একটি ক্লাব স্তরের ক্রিকেট ম্যাচ চলছিল। সেই ম্যাচেই ব্যাটিং ওপেন করতে নেমেছিলেন ইমরান। কিন্তু কয়েক ওভার খেলার পরেই বুকে এবং হাতে ব্যাথা অনুভব করেন তিনি। এরপরেই আম্পেয়ারের অনুমতি নিয়ে সাঝঘরে ফেরার পথে মাঠের মধ্যেই পরে যান ইমরান। ক্যামেরায় বন্দি হয় পুরো ঘটনাটি।

ইমরানের এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর পরিচিতরা। শারীরিক ভাবে যথেষ্ট ফিট বলেই পরিচিত ছিলেন তিনি। এর আগে কখনও কোন শারীরিক অসুস্থতার কথাও উল্লেখ করেননি। একজন অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন ইমরান। প্রতিটি ম্যাচে তাঁর সক্রিয় অবদান থাকত বলে জানিয়েছেন তাঁর সতীর্থরা। এমন একজন ফিট খেলোয়াড়ের হঠাৎ মৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন। এই প্রসঙ্গে ইমরানের এক সতীর্থ নাসির খান বলেন, “ওর কোন শারীরিক অসুস্থতা ছিল না। ও এমন একজন অলরাউন্ডার ছিল যে খেলাকে খুব ভালোবাসত। এই ঘটনায় আমরা এখনও হতবাক হয়ে রয়েছি।”

জানা গিয়েছে,ইমরানের স্ত্রী এবং তিন কন্যাসন্তান রয়েছে। তিনি একটি ক্রিকেট দলের মালিকও ছিলেন। এছাড়াও তাঁর নিজস্ব একটি ফলের জুসের দোকান ছিল। প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই একইভাবে পুণেতে একটি ম্যাচে খেলার সময় মৃত্যু হয় হাবিব শেখ নামে এক ক্রিকেটারের। হাবিবের ডায়াবেটিসের সমস্যা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ইমরানের মতো একজন ফিট ক্রিকেটারের হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতবাক করে দিয়েছে সবাইকে।

RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Maharasthra | উপমুখ্যমন্ত্রী হতে রাজি শিন্ডে! অবশেষে মহারাষ্ট্রে বরফ গলার ইঙ্গিত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে (Maharasthra) অচলাবস্থা কাটার ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর নয়া মহায্যুতি সরকারের উপমুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন শিবসেনা শিন্ডে গোষ্ঠীর নেতা একনাথ...

Fake Note Seized | পুলিশের অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার...

0
কালিয়াচক: জাল নোট (Fake Note Seized) উদ্ধারে ফের সাফল্য কালিয়াচক থানার পুলিশের (Kaliachak Police)। বিপুল সংখ্যক জাল নোট সহ ২ কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ।...

KLO | চাকরির বিষয়ে পদক্ষেপ না নিলে আন্দোলনের হুমকি! প্রশাসনকে ১৫ দিনের চরমসীমা কেএলও’র

0
গৌরহরি দাস, কোচবিহার: আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের চাকরির বিষয়ে প্রশাসন কোনও পদক্ষেপ গ্রহণ না করলে কোচবিহারে জোরদার আন্দোলন হবে বলে হুমকি দিল কেএলও...

Mathabhanga | সিসিটিভি ক্যামেরা নিয়ে তরজা! কী হয়েছে মাথাভাঙ্গায়?

0
মাথাভাঙ্গা: এ যেন বজ্র আঁটুনি ফসকা গেরো। শহরজুড়ে লাগানো রয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা অথচ সেগুলির কোনটিই কাজ করছে না। বছর তিনেক আগে শহরের ব্যবসায়িক...

Mekhliganj | চর্চায় ভাটার টান, স্তব্ধ নাট্যজগৎ

0
মেখলিগঞ্জ: বছর দুই আগেও শীত আসার সঙ্গে সঙ্গেই শহরে নাট্যগোষ্ঠীগুলো যেন জেগে উঠত কোনও এক নতুন উদ্যমে। তাদের প্রযোজনায় একের পর এক নাটক মঞ্চস্থ...

Most Popular