উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একেবারে অবিকল অমিতাভ বচ্চন! বিশ্ববিখ্যাত ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি একজন আফগান শরণার্থীর একটি ছবি শেয়ার করেছেন, যা ইন্টারনেটে গুঞ্জন সৃষ্টি করেছে। অনেকের মতে, ছবির লোকটি একেবারে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মতো দেখতে। ২০১৮ সালে পাগড়ি পরিহিত একজন রুক্ষ, দাড়িওয়ালা বৃদ্ধ লোকের ছবি ভাইরাল হয়েছিল। অনেকেই শেয়ার করে ভেবেছিলেন যে এটি বিগ বি-র চলচ্চিত্র ঠগস অফ হিন্দুস্তানের সেট থেকে নেওয়া একটি শট। সেখানে অভিনয় করেছিলেন আমির খান। প্রতিকৃতি এবং বলিউড অভিনেতার মধ্যে সাদৃশ্য এতটাই অস্বাভাবিক যে এটি আবার ইন্টারনেটে ঝড় তুলেছে। মঙ্গলবার শেয়ার করা ছবিটি ৭৫০০০ এরও বেশি লাইক পেয়েছে। তবে সমস্ত ভুল ধারনার অবসান করে ছবির ক্যাপশনে ম্যাককারি জানান, যে প্রতিকৃতিটি পাকিস্তানে বসবাসকারী ৬৪ বছর বয়সী আফগান শরণার্থীর।
আরও পড়ুন: শামশেরার টিজারে দুর্ধর্ষ ডাকাতের চরিত্রে নজর কেড়েছেন রণবীর কাপুর