উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুরীর চেনা ছবি যেন নিমেষে উধাও করেছে ঘূর্ণিঝড় ‘ডানা’ (Cyclon Dana)। সারা বছর পুরীর (Puri) সমুদ্র সৈকতে যেভাবে পর্যটকদের ভিড় উপচে পড়ে সেই ছবি বিগত কয়েকদিন ধরেই নেই। রীতিমত খাঁ খাঁ করছে পুরো সৈকত। শুধু পুরীই নয়, একই ছবি গোপালপুর, পারাদ্বীপ, চাঁদিপুরের মতো জনপ্রিয় সৈকতগুলির। পর্যটক থেকে দোকানী কেউই নেই সেখানে। শুধু আছে সমুদ্রের উত্তাল ঢেউ ও গর্জন।
মঙ্গলবার থেকেই কার্যত পর্যটকশূন্য হয়ে পড়ে পুরী, গোপালপুর এবং চাঁদিপুর। সৈকত দখল করেছে এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) এবং পুলিশ (Police)। গতকাল রাত থেকে আগামী তিন দিনের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে গঞ্জাম জেলার গোপালপুর এবং সুনাপুর পারাদ্বীপ এবং সিয়ালি সৈকতে। ঢেউ -এর উচ্চতা কমপক্ষে ৭-৮ ফুট হতে পারে বলে, সৈকতের ধারে যাতে কেউ না যেতে পারেন সেকারণে লাগাতার নজরদারি চালানো হচ্ছে।
পুরীর ছবিটা এমন হলেও পশ্চিমবঙ্গের ছবিটা একবারে ভিন্ন। দিঘা, মন্দারমণি সহ বাকি সমুদ্র সৈকতগুলিতে (Sea Beaches) উত্তাল সমুদ্রের পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত পর্যটকেরা। কেউ বা মত্ত গল্পে। বিপদের ঝুঁকি জেনেও অনেকেই থেকে গিয়েছেন দিঘাতে। লাগাতার সমুদ্রে পাড়ে গিয়েও ছবি তুলছেন।