উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্যা দুর্গতদের দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূলের ২ সাংসদ সহ প্রশাসনের কর্তারা। ডিভিসির ছাড়া জলে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। এদিন সন্ধ্যায় বীরভূমের লাভপুরে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে যান তৃণমূল সাংসদ অসিত মাল, সামিরুল ইসলাম, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ ১৩ জন। বীরভূমের লাভপুরের ১৫টি গ্রাম জলের তলায়। সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে কুয়ে নদী দিয়ে স্পিড বোটে করে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎই স্পিডবোট উলটে নদীতে পড়ে যান সকলে। দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাঁদের উদ্ধারের কাজ শুরু করেন স্থানীয়রাই। চলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। জানা গেছে, ১ জন বাদে সকলকেই উদ্ধার করা গিয়েছে। বাকি ১ জনকেও খোঁজা হচ্ছে।
জলে পড়ে প্রশাসনিক কর্তারা সকলে নাকানিচোবানি খান। পরিস্থিতি এমন দাঁড়ায় যেকোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে শেষ পর্যন্ত উদ্ধার হওয়া সকলেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। অসিত মাল জানিয়েছেন. সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ফেরত এসেছেন তাঁরা। একই কথা জানিয়েছেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ।

