হাওড়া: রেললাইনের ধার থেকে স্কুল পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। হাওড়ার বেলুড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম উৎকর্ষ মিশ্রা(১৬)। বুধবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিল সে। তার কিছুক্ষণ পর বেলুড় স্টেশন সংলগ্ন ১২ নম্বর পুলের কাছে রেললাইনের ধারে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বেলুড় জিআরপিতে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় জিআরপি’র আধিকারিকরা। ওই ছাত্রকে উদ্ধার করে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রেললাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বেলুড় জিআরপি ও নিশ্চিন্দা থানার পুলিশ।
আরও পড়ুন : সল্টলেকে দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি