শনিবার, ২২ মার্চ, ২০২৫

‘কোহিনূর দেব না ভারতকে!’ সংবাদমাধ্যমের দাবি খারিজ করে জানাল ব্রিটিশ সরকার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগেই ব্রিটেন থেকে কোহিনূর হিরে ফেরাতে তৎপরতা শুরু করেছে ভারত। গত শনিবার এমনই এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ব্রিটেনের এক ট্যাবলয়েডে। ব্রিটিশ ট্যাবলয়েডে প্রকাশিত তথ্য অনুযায়ী, নয়াদিল্লি এবং লন্ডনের ভারতীয় দূতাবাসের তরফে এই লক্ষ্যে কূটনৈতিক তোড়জোড় শুরু হয়েছে। শুধু কোহিনূর নয়, ব্রিটেনের নানা সংগ্রহশালায় থাকা অন্যান্য বহুমূল্য ধনদৌলতকে সরকারিভাবে এদেশে ফিরিয়ে আনতে চায় ভারত। ট্যাবলয়েডে প্রকাশিত খবরের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সেই সব আশা-প্রতীক্ষায় জল ঢেলে দিল ব্রিটেন। পরিষ্কার জানিয়ে দিল, ভারতকে কোহিনূর ফেরাবেন না।

ব্রিটেন কূটনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, কোহিনূর মোটেও ভারতকে ফেরাবেন না তারা। তবে হ্যাঁ, ব্রিটেনের সংগ্রহশালায় থাকা কিছু জিনিস ভারতে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে নথিও তৈরি হয়েছে। তবে সেই নথির কোথাও কোহিনূরের উল্লেখ নেই।

শনিবার থেকেই দেশজুড়ে আলোচনার বিষয় ছিল লন্ডনের পৃথিবীর অন্যতম বৃহৎ সংগ্রহশালা ব্রিটিশ মিউজিয়ামে থাকা এদিকে ১০৫.৬ ক্যারেটের কোহিনূর হিরে। কোহিনূর ফেরাতে নয়াদিল্লির তৎপরতার পিছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকেই। রাজনীতিবিদদের একাংশ মনে করছেন কর্নাটকের ভোটে বিজেপির ভরাডুবির পরে, দেশজোড়া নতুন জাতীয়তাবাদের ধুয়ো তুলতে বিজেপি সরকার কোহিনূরের শরণাপন্ন হতে পারে। বস্তুত, কোহিনূর ফেরাতে পারলে নরেন্দ্র মোদি সেটিকে তাঁর সাফল্য বলেই প্রচার চালাবেন।

ব্রিটেনের মহারানী এলিজাবেথের মৃত্যুর পর ফেব্রুয়ারি মাসে নতুন রানি ক্যামিলার অভিষেকের সময়ে দেখা গিয়েছিল, দীর্ঘ বছরের ঐতিহ্য ভেঙে তাঁর মুকুটে ছিলনা কোহিনূর হিরে। তখন থেকেই জল্পনা শুরু। অনেকেই মনে করেছিলেন, তাহলে কি লুঠ করে নিয়ে যাওয়া কোহিনূর নিয়ে কোনও রকম অস্বস্তিতে পড়েছে ব্রিটিশ রাজপরিবার! সেই জল্পনাকেই উস্কে দিয়েছিল রবিবার ব্রিটিশ ট্যাবলয়েডে প্রকাশিত তথ্য, কোহিনূর ভারতে ফিরে আসার কথা। তবে আপাতত সেই সব সম্ভাবনাতেই জল ঢেলে দিল ব্রিটিশ সরকার।

যদিও কোহিনূরের দাবিদারের সংখ্যাও কম নয়। ভারত সরকার ছাড়াও ভারতের একাধিক রাজপরিবার, বেসরকারি সংগ্রাহক, রাজবংশের উত্তরাধিকারী, পাকিস্তান সরকার এমনকি তালিবান অবধি কোহিনূরের দাবি নিয়ে দরবার করেছে লন্ডনে। কিন্তু তাতে কাজ হয়নি। আজও পৃথিবীর অন্যতম বৃহৎ সংগ্রহশালা ব্রিটিশ মিউজিয়াম জুড়ে রয়েছে একাধিক নামী ধনরত্ন, যা বিভিন্ন দেশ থেকে ‘লুঠ’ করে আনা। কংগ্রেস সাংসদ শশী তারুর এই বিখ্যাত মিউজিয়ামকে ‘চোরবাজার’ বলেও কটাক্ষ করেছেন। তাতেও কোনও হেলদোল নেই ব্রিটেনের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Jharkhand | ঝাড়খণ্ডে আবার আইইডি বিস্ফোরণ, গুরুতর জখম ২ নিরাপত্তাকর্মী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার বিকেলে ঝাড়খণ্ডের চাইবাসায় আইইডি...

KKR vs RCB | আইপিএলের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর সামনে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা রাখল কলকাতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নাইটদের বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের...

Jnanpith Award | ‘সর্বোচ্চ সাহিত্য সম্মান’, জ্ঞানপীঠ পুরস্কার পেলেন বিনোদ কুমার শুক্লা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, ৫৯...

CM Mamata Banerjee | ‘সর্বক্ষণ যোগাযোগ থাকবে, ভালো থাকবেন’, লন্ডন সফরের আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈদ্যুতিক সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে...