ডালখোলা: কেন্দ্রীয় সরকারের মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কীম প্রকল্পের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে করণদিঘি ব্লকে কেন্দ্রীয় প্রতিনিধি দল পৌঁছোয়। ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার কাজ সরেজমিনে পরিদর্শন করেন। দেশে গ্রামীণ পরিবারে কমপক্ষে ১০০ দিনের নিশ্চিত মজুরির কর্মসংস্থান প্রদান করার উদ্দেশ্যে ২০০৫ সালে ভারতীয় সংসদ মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমটি পাশ করেছিল। একশো দিনের কাজে সেরার শিরোপা পেয়েছে রাজ্য। কেন্দ্রীয় সরকার এই শিরোপা দিয়েছে। তারপরই জেলায় জেলায় কীভাবে সরকারি কাজ করেছেন তা খতিয়ে দেখতে হাজির হয়েছে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নোয়ন মন্ত্রকের ন্যাশনাল লেভেল মনিটরিং টিম।
করণদিঘি ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার রসাখোয়া-১, লাহুতারা-১, করণদিঘি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে ঘুরে প্রধানমন্ত্রী আবাস যোজনা কাজ দেখেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সব কথা নথিবদ্ধ করেন প্রতিনিধি দল। তারপর কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দেবেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুই সদস্যের প্রতিনিধি দলটি দোমোহনা গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি, বারহাস মাংনা ভিটা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে। মূলত ১০০ দিনের প্রকল্পের কাজ ঠিকঠাক হচ্ছে কি না, পরিযায়ী শ্রমিকরা কাজ পাচ্ছে কি না, কেন্দ্রীয় বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা জনগণ পাচ্ছে কি না ইত্যাদি বিষয়ে জানতেই তাঁরা পরিদর্শন করছেন। বিভিন্ন এলাকায় জনগণের সঙ্গে কথাও বলছেন তাঁরা।
অন্যদিকে, এদিন গাজোলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।