উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Ganga-Sagar Mela)। কেমন চলছে মেলার প্রস্তুতি? সোমবার গঙ্গাসাগরে গিয়ে সরেজমিনে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেখা করলেন বাংলাদেশ থেকে ভারতে ফিরে আসা মৎস্যজীবীদের সঙ্গে। শুধু দেখাই করলেন না, প্রত্যেক মৎস্যজীবীর (Fishermen) পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দিয়ে তিনি বললেন, ‘এতদিন যেহেতু তাঁরা জেলে ছিলেন আমি ১০ হাজার টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ তাঁরা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা গুছিয়ে নিতে পারবেন।’
নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশে আটকে পড়া ৯৫ জন মৎস্যজীবীকে ভারতে ফিরিয়ে আনা হবে। সেইমতো রবিবার দুপুর ১২ টায় নিজের দেশে ফিরে আসেন মৎস্যজীবীরা। এদিন গঙ্গাসাগরে তাঁদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানতে চান বাংলাদেশে এতগুলো দিন কী করে তাঁদের কেটেছে? জবাবে তাঁরা বলেন, ‘আমাদের অনেককে মারধোর করা হয়েছে। এমনকি হাত বেঁধে মোটা লাঠি দিয়ে মারা হয়। কয়েকজন খুরিয়ে হাঁটছি।’ এসব শুনে মুখ্যমন্ত্রী বলেন, ‘চোখে জল এসে যাওয়ার মতো ঘটনা।’
প্রসঙ্গত উল্লেখ্য, দু’মাস আগে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৬টি ভারতীয় ট্রলার। তখন ওই ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশের জল সীমায় ঢুকে পড়েন। তারপরই বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী তাঁদের গ্রেপ্তার করেন। এরপরপরই মৎস্যজীবীদের একটি সংগঠন প্রশাসনের দ্বারস্থ হয়। মৎস্যজীবীদের ঘরে ফেরাতে উদ্যোগী হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)।