শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Dhupguri | ‘কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের ত্রাণ কে নিল?’ তুমুল বিক্ষোভের মাঝে প্রশ্ন তুললেন ধূপগুড়ি ব্লকের বাসিন্দারা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) উত্তরবঙ্গ ছাড়তেই (North Bengal) শুরু হল ত্রাণ নিয়ে তুমুল বিক্ষোভ! বুধবার দুপুরে ধূপগুড়ি (Dhupguri) ব্লকের বগরিবাড়ি এবং নলডোবার পাড় এলাকার বাসিন্দারা ত্রাণ সামগ্রী না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে হাজির হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গত মানুষদের অভিযোগ, ‘দুর্যোগের পর থেকে শুধু জলই পেয়েছি, ত্রাণ সামগ্রী কোথায়?’

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের প্রবল বৃষ্টির জেরে ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি এবং নলডোবার পাড় এলাকার মানুষেরা আশ্রয় নেন গধেয়ারকুঠি হাইস্কুলে। জল কমতেই তারা নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেন। কিন্তু বৃষ্টির জলে বাড়ির পরিস্থিতি ভীষণ খারাপ। রান্নার করার মতো পরিস্থিতিও নেই বাড়ির ভেতরে। এদিকে উত্তরবঙ্গ সফরে থাকাকালীন মুখ্যমন্ত্রী বলেছেন, যতদিন সব কিছু স্বাভাবিক না হচ্ছে, ততদিন দুর্গত মানুষদের পাশে থাকবে রাজ্য এবং প্রশাসন। অথচ ধূপগুড়ি ব্লকের এই দুই গ্রামের ছবি একেবারে ভিন্ন। একপ্রকার জল খেয়েই দুর্যোগের পর থেকে দিন কাটাতে হচ্ছে তাঁদের। এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে একটি গাড়ি এলাকায় পৌঁছতেই আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। অভিযোগের সুরে বলেন, ‘যদি জল খেয়েই দিন কাটাতে হয় তাহলে প্রশাসন এল কেন? ১৫–২০ জনকে কিছু চাল আর প্লাস্টিক দিয়ে চলে গেছে। কিন্তু এখানে ২০০ পরিবার। আমরা কি মানুষ নই?’

এদিকে বিক্ষোভের খবর পৌঁছতেই ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। অন্যদিকে আসার কথা রয়েছে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও (MP Sukanta Mjumdar)।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

SIR | শাসক দলের নেতার বাড়ি থেকে বিলি করা হচ্ছে SIR-এর ফর্ম! সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

হরিশ্চন্দ্রপুর: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)।...

Bolla Kali | স্টেশনে থিকথিকে ভিড়, ঝুঁকি নিয়ে যাতায়াত! বোল্লাকালীপুজোর জন্য স্পেশাল ট্রেনের দাবি ভক্তদের

গাজোল: দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লাকালীপুজোর (Bolla Kali) সময় স্পেশাল...

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে...

Samsi | রাতের আঁধারে বেআইনি পারাপার! মাঝ নদীতে নৌকা উলটে মৃত্যু

মুরতুজ আলম,সামসী: মালদা জেলার চাঁচল-১ ব্লকে অবস্থিত জগন্নাথপুর-মুকুন্দপুর ঘাট।...