উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) উত্তরবঙ্গ ছাড়তেই (North Bengal) শুরু হল ত্রাণ নিয়ে তুমুল বিক্ষোভ! বুধবার দুপুরে ধূপগুড়ি (Dhupguri) ব্লকের বগরিবাড়ি এবং নলডোবার পাড় এলাকার বাসিন্দারা ত্রাণ সামগ্রী না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে হাজির হন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গত মানুষদের অভিযোগ, ‘দুর্যোগের পর থেকে শুধু জলই পেয়েছি, ত্রাণ সামগ্রী কোথায়?’
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতের প্রবল বৃষ্টির জেরে ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি এবং নলডোবার পাড় এলাকার মানুষেরা আশ্রয় নেন গধেয়ারকুঠি হাইস্কুলে। জল কমতেই তারা নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেন। কিন্তু বৃষ্টির জলে বাড়ির পরিস্থিতি ভীষণ খারাপ। রান্নার করার মতো পরিস্থিতিও নেই বাড়ির ভেতরে। এদিকে উত্তরবঙ্গ সফরে থাকাকালীন মুখ্যমন্ত্রী বলেছেন, যতদিন সব কিছু স্বাভাবিক না হচ্ছে, ততদিন দুর্গত মানুষদের পাশে থাকবে রাজ্য এবং প্রশাসন। অথচ ধূপগুড়ি ব্লকের এই দুই গ্রামের ছবি একেবারে ভিন্ন। একপ্রকার জল খেয়েই দুর্যোগের পর থেকে দিন কাটাতে হচ্ছে তাঁদের। এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে একটি গাড়ি এলাকায় পৌঁছতেই আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। অভিযোগের সুরে বলেন, ‘যদি জল খেয়েই দিন কাটাতে হয় তাহলে প্রশাসন এল কেন? ১৫–২০ জনকে কিছু চাল আর প্লাস্টিক দিয়ে চলে গেছে। কিন্তু এখানে ২০০ পরিবার। আমরা কি মানুষ নই?’
এদিকে বিক্ষোভের খবর পৌঁছতেই ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। অন্যদিকে আসার কথা রয়েছে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও (MP Sukanta Mjumdar)।

