Friday, February 14, 2025
HomeTop NewsRG Kar Protest | প্রতিশ্রুতি পালন করেন নি মুখ্যসচিব! দাবি স্মরণ করিয়ে...

RG Kar Protest | প্রতিশ্রুতি পালন করেন নি মুখ্যসচিব! দাবি স্মরণ করিয়ে নবান্নে মেল পাঠালেন জুনিয়ার চিকিৎসকেরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিলোত্তমার মৃত্যুর বিচার (RG Kar Protest) চেয়ে দীর্ঘদিন ধরে কর্মবিরতি পালন করেছেন জুনিয়ার চিকিৎসকেরা। সাত দফা দাবিতে গত বুধবার বৈঠক করেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করেন জুনিয়ার চিকিৎসকদের (Junior Doctors) প্রতিনিধি দল। বৈঠকে মুখ্যসচিব প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবিগুলি বাস্তবায়ন করা হবে। কিন্তু সেইসব দাবি আজও পূরণ হয়নি বলে আক্ষেপের সুর শোনা গেছে জুনিয়ার চিকিৎসকদের গলায়। বৃহস্পতিবার ইমেল মারফৎ মুখ্যসচিব মনোজ পন্থকে (Monoj Pant) সাত দফা দাবির কথা মনে করালেন চিকিৎসকেরা। যদিও এখনও পর্যন্ত জবাবি মেল আসেনি নবান্নের তরফে।

গত ৯ অগাস্ট আরজি কর মেডিকেল কলেজের চারতলায় সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের দেহ (Doctor Rape And Murder Case)। তাঁর মৃত্যুতে প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে ৪২ দিন কর্মবিরতি করেছিলেন জুনিয়ার চিকিৎসকেরা। দীর্ঘ টানাপোড়েনের পর কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেন চিকিৎসকেরা। ফের  ১৮ সেপ্টেম্বর নবান্নে মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে জুনিয়ার চিকিৎসকেরা বৈঠক করেন। সেই বৈঠকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কথা হয় তাঁদের। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দাবিগুলি পুরণ করা হবে। কিন্তু বৈঠকের পর ৮ দিন পেরিয়ে গেলেও এখনও চিকিৎসকদের কথা রাখা হয়নি বলেই এদিন অভিযোগ করেছেন তাঁরা।

এক ঝলকে দেখে নেওয়া যাক জুনিয়ার চিকিৎসকদের দাবিগুলি। প্রথমত, সরকারি হাসপাতালে ‘থ্রেট কালচারের’ সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে।দ্বিতীয়ত, মেডিকেল কলেজগুলিতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ডাক্তারির স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে অভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। চতুর্থত, থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ যাদের বিরুদ্ধে তাঁদের জন্য অনুসন্ধান কমিটি গঠন। এবং এই কমিটি গঠনের কাজ আগামী সাতটি কর্মদিবসের মধ্যে করা। পঞ্চমত, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে প্রতিটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্সিং এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স কিংবা নজরদারি কমিটি গঠন করতে হবে। ষষ্ঠত, কলেজ কাউন্সিল, অভ্যন্তরীণ কমিটি, রোগী কল্যাণ সমিতি, র‌্যাগিং প্রতিরোধ কমিটিকে পরবর্তী সাতটি কর্মদিবসের মধ্যে সক্রিয় করে তোলা। একই সঙ্গে এই কমিটিগুলিতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিত্ব রাখা। সপ্তমত,  ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল’ অনুসারে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular