আসানসোলঃ বাড়ির দোতলার ঘরে পড়ে রয়েছে বৃদ্ধ স্বামীর পচাগলা দেহ। আর ৫ দিন ধরে সেই মৃত স্বামীর দেহ আগলে বসে রয়েছেন বৃদ্ধা স্ত্রী! ঘটনাটি ঘটেছে আসানসোল শহরের হিলভিউ পার্ক ( নর্থ) এলাকায়। সোমবার দুপুরে পুলিশ গিয়ে সেই দেহ উদ্ধার করে। মৃত বৃদ্ধের নাম ত্রিদিব কুমার দাস শর্মা (৯০)। তাঁর বছর ৮০-র স্ত্রীর নাম তন্দ্রা দাস শর্মা । জানা গিয়েছে,ওই দম্পতির কোনও সন্তান নেই।
এদিন দুপুরেই আসানসোল জেলা হাসপাতালে ওই বৃদ্ধের মৃতদেহর ময়নাতদন্ত করা হয়। এরপর পুলিশ বৃদ্ধের দেহ তাঁর স্ত্রীর হাতে তুলে দেন। কিন্তু তাদের কোনও ছেলেমেয়ে বা কোনও আত্মীয় পরিজন না থাকায় দেহ সৎকার করা নিয়ে সমস্যা দেখা যায়। শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলর(আসানসোল পুরনিগমের ৪৯ নং ওয়ার্ড) শম্পা দাঁ নিজের উদ্যোগে জেলা হাসপাতালের মর্গের ডোমদের নিয়ে সেই দেহ সৎকারের ব্যবস্থা করেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে পুলিশের অনুমান, কমপক্ষে ৫ দিন আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। যে কারণে দেহে পচন ধরে গিয়েছিল।
সূত্রের খবর, আসানসোল দক্ষিণ থানার আপার চেলিডাঙ্গার নর্থ হিলভিউ পার্কে নিজেদের বাড়িতে থাকতেন অবসরপ্রাপ্ত ৯০ বছরের ত্রিদিব কুমার দাস শর্মা ও তার স্ত্রী তন্দ্রা শর্মা। তন্দ্রা শর্মা একসময় স্কুলের শিক্ষিকার কাজ করতেন বলে জানা গিয়েছে। গত পাঁচদিন ধরে তিনি বৃদ্ধ স্বামীর মৃতদেহ আগলে বাড়িতেই ছিলেন। সোমবার সকালের দিকে তাঁদের বাড়ি থেকে পচাগন্ধ বের হতে থাকে। সেই গন্ধ পেয়েই এক প্রতিবেশী আসানসোল দক্ষিণ (পিপি) থানায় খবর দেন। এরপরে পুলিশ এসে প্রায় আধঘন্টার চেষ্টায় দরজা খুলে পচাগলা ওই মৃতদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার জন্যই বৃদ্ধর মৃত্যু হয়েছে ।এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।