হরিশ্চন্দ্রপুরঃ বাড়ির আবর্জনা রাস্তায় ফেলা নিয়ে দুই প্রতিবেশীর গন্ডগোলের জেরে উত্তপ্ত হয়ে উঠল হরিশ্চন্দ্রপুর হাই স্কুল পাড়া। এই ঘটনায় ওই এলাকার দুই পক্ষের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে আহত হয়েছে ৬ জন। তাঁদেরকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৮ টা নাগাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় হরিশচন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝগড়ার সূত্রপাত হয় স্থানীয় এক পরিবারের বাড়ির সামনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে। রাম মহালদার এবং কৃষ্ণ মহালদার দুই ভাই, দুজনেই তৃণমূল কর্মী। গত পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী হয়েছিলেন কৃষ্ণ মহালদার। কিন্তু নির্বাচনে পরাজিত হন তিনি। হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ওই আসন দখল করে বিজেপি। অভিযোগ, এরপরেই পরাজিত ওই তৃণমূল প্রার্থীর রাগ গিয়ে পড়ে এলাকার কিছু পরিবারের ওপর। তারমধ্যে একটি পরিবারের সঙ্গে প্রায়ই বিবাদ বাঁধত বলে জানা গিয়েছে। শনিবার রাতে হরিশ্চন্দ্রপুর হাই স্কুল পাড়ার এক বাড়ির সামনে আবর্জনা ফেলা নিয়ে আবার বিবাদ বাধে। কথা কাটাকাটি থেকে শুরু হয়ে এই বিবাদ পৌঁছায় হাতাহাতিতে এবং এরপরে বিষয়টি তৃণমূল বিজেপির সংঘর্ষের রুপ নেয়। এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
তৃণমূলের নেতা কৃষ্ণ মহালদারের দাবি এই সংঘর্ষের পেছনে বিজেপির উসকানি রয়েছে। যদিও এলাকার বিজেপি নেতা তথা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অজয় পাসমান বলেন, “তৃণমূল ভিত্তিহীন অভিযোগ তুলছে। এর মধ্যে আমাদের দলের কোনও হাত নেই।” গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ।