Tuesday, January 21, 2025
HomeTop NewsDelhi Assembly Election 2025 | দিল্লির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন,...

Delhi Assembly Election 2025 | দিল্লির বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল কমিশন, কবে ভোট?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘোষণা হল দিল্লি বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election 2025)  দিনক্ষণ। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্রে এক দফাতেই নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। মঙ্গলবার নির্বাচনের দিন ঘোষণা হতেই রাজধানীতে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি। সুতরাং আজ থেকে ভোট প্রক্রিয়া না মেটা পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা যাবে না সেখানে।

দিল্লি বিধানসভা নির্বাচন এবার ত্রিমুখী। একদিকে পর পর তিনবার জয়ী হওয়ার লক্ষ্যে ময়দানে নেমেছে কেজরির দল ‘আপ’। অন্যদিকে নিজেদের জায়গা তৈরি করতে কোনও খামতি রাখছে না বিজেপি এবং কংগ্রেস। শেষ বিধানসভা নির্বাচনে ৬২টি আসন পেয়ে দিল্লির মসনদে বসেছিল অরবিন্দ। বিজেপি (BJP) পেয়েছিল ৮ টি আসন। কংগ্রেসের (Congress) ঝুলি ছিল শূন্য। ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা নিজেদের দখলে রাখা কংগ্রেস এবার আপের থেকে সবটা ছিনিয়ে নিতে কার্যত মরিয়া। অন্যদিকে, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দুর্নীতিগ্রস্থ প্রমাণ করে দিল্লিবাসীর মনে জায়গা করে নিতে চাইছে বিজেপিও।

এদিন দেশের মুখ্য নির্বাচন কমিশনার (ECI) রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে বলেন, ‘আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০ টি বিধানসভা কেন্দ্রে এক দফাতেই নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ৮ ফেব্রুয়ারি। নতুন ভোটার তালিকা অনুযায়ী দিল্লিতে মোট ভোটদাতার সংখ্যা ১ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৮৫৮। এত সংখ্যক ভোটারের জন্য মোট ১৩ হাজার ৩৩টি বুথ থাকবে।’

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে রাজ্যবাসীর মন পেতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল একাধিক জনকল্যাণ মূলক প্রকল্পের কথা তুলে ধরেন তাঁদের ইস্তেহারে। এরমধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে পুরোহিত এবং গ্রন্থীদের জন্য মাসিক ১৮০০০ টাকা দেওয়ার ঘোষণা, বয়স্কদের জন্য চিকিৎসা ক্ষেত্রে বিশেষ সুবিধে সহ আরও অনেক কিছু। এখন দেখার দিল্লিবাসী অরবিন্দের (Arvind Kejriwal) ওপর পুনরায় ভরসা রাখেন কিনা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Curd | শীতে দই খেলেই সর্দিকাশিতে ভোগেন? সমস্যা সমাধানে এই উপকরণগুলি মিশিয়ে খেতে পারেন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকালে দই (Curd) খেলে অনেকের সর্দিকাশি শুরু হয়ে যায়। তাই ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে শীতে দই খান না অনেকে। তবে...

Migratory Birds | ৯৭০ পরিযায়ী পাখির হদিস বুনিয়াদপুরে

0
নিউজ ব্যুরো: শুরু হল জলজ পরিযায়ী পাখি (Migratory Birds)  গণনার কাজ। বন দপ্তর বুনিয়াদপুরে (Buniadpur) কুশমণ্ডি রেঞ্জের উদ্যোগে রবিবার সকাল থেকে জলজ পাখি গণনায়...

Emergency | লন্ডনের প্রেক্ষাগৃহে উঠল ভারতবিরোধী স্লোগান! খলিস্তানি তাণ্ডবের জেরে বন্ধ কঙ্গনার ‘ইমার্জেন্সি’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউত অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’ (Emergency) নিয়ে বিতর্কের শেষ নেই। এবার এই শো চলাকালীনই লন্ডনের (London) একটি সিনেমা...

Dakshin Dinajpur University | বিল না মেটানোয় বন্ধ ইন্টারনেট, অচলাবস্থা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে 

0
সুবীর মহন্ত, বালুরঘাট: উত্তরবঙ্গের মধ্যে বালুরঘাট, আলিপুরদুয়ার, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো, নিয়োগসহ একাধিক সমস্যা ছিল। কিন্তু তারপরেও পরের দুই বিশ্ববিদ্যালয়ে সমস্যা আপাতত মেটার পথে।...

Maoist Leader Chalapati | মাথার দাম ১ কোটি! কেন এত দামি ছিলেন মাও নেতা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তাঁর মাথার দাম ধার্য ছিল ১ কোটি টাকা! জয়রাম রেড্ডি(Jayaram Reddy) ওরফে রামচন্দ্র রেড্ডি বা আপ্পারাও অথবা রামু। তবে সবচেয়ে...

Most Popular