উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাংসদ নুসরত জাহানকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। সোমবার সাংসদের জন্য এমনই নির্দেশ দিল আলিপুর জজেস কোর্ট। সম্প্রতি ফ্ল্যাট দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে নুসরতের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে আগামীকাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। আদালতে হাজিরা দেওয়া থেকে কিছুদিনের জন্য বিরতি চেয়েছিলেন তিনি। সোমবার তাঁর সেই আবেদন মঞ্জুর করে আলিপুর জজেস কোর্ট জানায়, আগামী ৪ ডিসেম্বর মামলার শুনানি। সেদিন সশরীরে হাজির হতে হবে তাঁকে।
এদিন অভিনেত্রী নুসরত জাহানের আর্থিক প্রতারণা মামলার শুনানি ছিল আলিপুর জাজেস কোর্টে। ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর হিসাবে নুসরত জাহান-সহ মোট ৮ জনের নাম উঠে আসে। ফ্ল্যাট দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ এনে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল প্রতারিতরা। সেই অভিযোগের অভিনেত্রীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেয় আদালত। এরপর সেই বিষয়ে আলিপুর জাজেস কোর্টের দ্বারস্থ হন নুসরত। আদলতে নুসরতের আইনজীবী সরিতা সিংহ জানান, ‘সাংসদ এবং অভিনেত্রী হিসাবে তাঁর কাজের চাপের জন্য হাজিরা দিতে পারছেন না। এ ব্যাপারে তাঁকে হাজিরা থেকে আরও কিছুদিন রেহাই দেওয়া হোক।’ যদিও এরআগে উচ্চ আদালত সাংসদের হাজিরায় স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে। আজ আবার নিম্ন আদালতও স্থগিতাদেশ দিল। তবে আগামী ৪ ডিসেম্বর আদালতে শুনানির সময় সশরীরে হাজির হতে হবে সাংসদকে।
উল্লেখ্য, ২০১৪-১৫ সালে ৪০০-র বেশি প্রবীণ নাগরিক একটি সংস্থায় টাকা জমা করেন। প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছিল সাড়ে পাঁচ লক্ষ টাকা। যার বদলে এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল সেই সংস্থা। কিন্তু তাঁরা ফ্ল্যাট কিংবা টাকা কোনটাই পাননি। এই অভিযোগের ভিত্তিতেই ইডি তলব করে নুসরতকে। যদিও সাংসদ দাবি করেন, তিনি এধরনের কোন দুর্নীতির সঙ্গে যুক্ত নন।