মাটিগাড়াঃ পুলিশের প্রিজন ভ্যানের ভিতরে কখনও মিডিয়ার ক্যামেরার সামনে ছবি তোলার পোজ দিচ্ছে, আবার কখনও তার মুখে পুষ্পা সিনেমার ডায়লগ। চোরের কীর্তিতে অবাক পুলিশ। শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে ঢোকার পথে পুষ্পা সিনেমার সুর চড়াল চুরির ঘটনায় ধৃত মহম্মদ আফজল।
অপরাধমূলক কার্যকলাপে সিদ্ধহস্ত মহম্মদ আফজল। বহুবার নানান অপরাধমূলক ঘটনায় গ্রেপ্তার হয়ে জেলের ভাত খেয়েছে আফজল। গত ২০ দিন আগে ডাকাতির চেষ্টার অভিযোগে চার সঙ্গী সহ আফজলকে গ্রেপ্তার করেছিল মাটিগাড়া থানার পুলিশ। সেই ঘটনায় তার ১৪ দিনের জেল হেপাজত হয়। কিন্তু ৫ দিন আগেই জামিন পেয়ে যায় আফজল। জামিনে মুক্ত হয়েই ফের শুরু করে দেয় চুরি ও ছিনতাই। গত বুধবার মাটিগাড়ার নিউ কলোনি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে আফজলকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ।
শুক্রবার তাকে তোলা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে। আদালতে তোলার আগে প্রিজন ভ্যানের ভিতরে হিন্দি সিনেমা পুষ্পার ডায়ালগ ছুড়ে দিলেন মিডিয়ার ক্যামেরার সামনে। অপরাধমূলক কাজে গ্রেপ্তার হয়েও তার মধ্যে কোনও অনুশোচনা নেই। ক্যামেরার সামনেই আফজল পুষ্পার ডায়লগের কায়দায় বলছে, সে চুরি করে না, ছিনিয়ে নেয়। তার এদিনের কীর্তিতে অবাক পুলিশ থেকে সকলেই।