উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবি মুক্তিতে কোনও বাধা নেই, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট(High Court)। সম্প্রতি ইউটিউবে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে একটি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। অভিযোগ, সেই ছবিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কথা বলা হয়েছে। রাজ্যের সমালোচনা হয়েছে বলে দাবি মামলাকারীর। সেই কারণে ছবি মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দারস্থ হন রাজীব কুমার ঝা নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার সেই আর্জিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম গুরুত্বই দিলেন না। তাঁর পর্যবেক্ষণ, ‘সিনেমা ব্যানের ওপর সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। আপনার ইচ্ছে হলে দেখুন না হলে দেখবেন না। আপনাকে কেউ কিছু চাপাচ্ছেন না। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক। যদি কেউ কাউকে সমালোচনা করেন সেটা তার অধিকার আছে। এই ধরণের জনস্বার্থ মামলা আমাদের কাছে উপচে পড়ছে। এরাজ্যের মানুষ অনেক সহনশীল। তাঁদের বিবেচনার ওপর ছেড়ে দিন।‘ তিন সপ্তাহ পর ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’(The Diary of West Bengal) ছবির মামলার শুনানি হবে।