উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্মতলা থেকে তুলে নিতে হবে অবস্থান বিক্ষোভ, জুনিয়ার চিকিৎসকদের (Junior Doctors) উদ্দেশে মেলে এই বার্তাই দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। গতকাল অর্থাৎ শুক্রবার রাত থেকে মেট্রো চ্যানেলের সামনে জুনিয়ার চিকিৎসকেরা ধর্নায় বসেন। শনিবার সকালে পুলিশের পক্ষ থেকে জুনিয়ার চিকিৎসকদের মেল করে জানানো হয়েছে, অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না।
পুলিশের পক্ষ থেকে পাঠানো মেলে সাফ জানান হয়েছে, ‘শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে ধর্মতলায় ধর্না এবং অনির্দিষ্টকালের জন্য অনশনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। ট্র্যাফিকের দিকটি মাথায় রেখে সেই আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না। এই কর্মসূচির জন্য সাধারণ মানুষের সমস্যা হতে পারে। রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হতে পারে। পুজোর মুখে ধর্মতলা (Dharmatala) এলাকায় প্রচুর মানুষ কেনাকাটা করতে যাচ্ছেন। পুজোর প্রস্তুতি পর্বে এখন প্রতি দিনই সেখানে খুব ভিড় হচ্ছে। এছাড়া, বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। তাই পুজোর আগে এই কর্মসূচিতে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে।’

উল্লেখ্য, গতকাল কর্মবিরতি তুলে নিয়ে ছিলেন জুনিয়ার চিকিৎসকেরা। কর্মবিরতি তুলে নিলেও তাঁদের হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘আমাদের দাবি-দাওয়া ২৪ ঘণ্টার মধ্যে পূরণ না হলে আমরণ অনশন শুরু করব।’ এরপর তাঁরা অবস্থান বিক্ষোভে বসেন। সেই অবস্থান বিক্ষোভ তুলে নিতেই ইমেল পাঠাল লালবাজার পুলিশ।