বেঙ্গালুরু: কক্ষপথ পরিবর্তন করে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে গেল ইসরোর সৌরযান আদিত্য-এল১। ইসরো তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে, সোমবার ভারতীয় সময় রাত ২টো নাগাদ আদিত্য-এল১ পঞ্চম কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে এবং সেটি পৃথিবীর টানের বাইরে বেরিয়ে গিয়েছে। এবার তার লক্ষ্য সূর্য এবং পৃথিবীর মাঝের ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট।
পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে ট্রান্স ল্যাগরেঞ্জিয়ান পয়েন্টে সৌরযানটিকে আপাতত স্থাপন করেছে ইসরো। সেখান থেকে ধীরে ধীরে সূর্য এবং পৃথিবীর মাঝের এল১ পয়েন্টে পৌঁছে যাবে আদিত্য-এল১। ইসরো জানিয়েছে, ১১০ দিন পর সৌরযানটিকে এল১-এর কাছাকাছি অন্য একটি কক্ষপথে পাঠানো হবে।
২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সূর্যের উদ্দেশে পাড়ি দিয়েছিল আদিত্য-এল১। পাঁচটি কক্ষপথ বদলের পর অবশেষে পৃথিবীর টান কাটিয়ে বেরোতে পেরেছে সেটি। প্রসঙ্গত, সূর্যের উপরিভাগের বায়ুমণ্ডলীয় (ক্রোমোস্ফিয়ার ও করোনা) স্তর, সৌর বিস্ফোরণ, সৌর বায়ুর উৎস সহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করাই আদিত্য-এল১ মিশনের মূল উদ্দেশ্য।