নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুই দফায় হতে চলেছে আইডব্লিউএল। যার মধ্যে ডিসেম্বরের প্রথম পর্ব হবে কলকাতায়। আইএসএল কী আই লিগ কবে হবে, সেই বিষয়ে এখনও পরিষ্কার কোনও চিত্র নেই। কিন্তু ইন্ডিয়ান উইমেন্স লিগ হওয়ার বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
ভারতের মহিলা দল এবারই এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছে। শুধু সিনিয়াররাই নয়, অনূর্ধ্ব-২০ ও ১৭ দলও খেলবে এশিয়ান কাপে। তাই শুরুতে আইডব্লিউএল হওয়া নিয়ে এক অনিশ্চয়তা তৈরি হয়। কারণ ইন্ডিয়ান উইমেন্স লিগে খেলা ক্লাবগুলির একাধিক ফুটবলার জাতীয় দলে আছেন। ফলে তাঁদের বাদ দিয়ে খেলতে গেলে ক্লাব সমস্যায় পড়ত বলেই দুই পর্বে করার সিদ্ধান্ত। এদিন এআইএফএফ জানায়, প্রথম দফা ডিসেম্বরের ২০ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় দফার ম্যাচগুলি হবে ২০ এপ্রিল থেকে ১০ মে অবধি। অর্থাৎ জানুয়ারির পর থেকেই এশিয়ান কাপের প্রস্তুতি শিবির শুরু করবেন ক্রিসপিন ছেত্রী।

