উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের জিডিপি (GDP)বৃদ্ধির হার নিয়ে আশঙ্কার কথা উঠে এল কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যানে। যা দেখা যাচ্ছে তাতে গত চার বছরে এবার সর্বনিম্ন হতে চলেছে জিডিপি বৃদ্ধির হার। চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) জিডিপি বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৬.৪ শতাংশ। এমনটা যদি সত্যি হয় তাহলে কোভিড পরবর্তী সময়ে সব থেকে কম দাঁড়াবে জিডিপির হার। গত অর্থবর্ষেও আর্থিক বৃদ্ধির হার ৮.২ শতাংশ ছিল। ২০২১-২২ অর্থবর্ষে ছিল ৬.৬ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবর্ষে সেটা ৭ শতাংশে ঠেকেছিল।
যদিও চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার নিয়ে খুব একটা আশার কথা ছিলনা আরবিআইয়ের (RBI) তরফে দেওয়া পূর্বাভাসে। গত ডিসেম্বরেই আরবিআই রিপোর্টে বলা হয়েছিল জিডিপি বৃদ্ধির হার ৬.৬ শতাংশ দাড়াতে পারে। কিন্তু কেন্দ্রের পরিসংখ্যানে তা আরও কমে দাড়াল ৬.৪ শতাংশ। উল্লেখ্য, এই আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাসের ভিত্তিতে সাধারণ বাজেট তৈরি করা হয়। আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। তার আগে জিডিপি বৃদ্ধির হার কমে যাওয়ায় আশঙ্কা দেখা দেওয়ায় উদ্বিগ্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সরকার নিজেই জানাচ্ছে, উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রের হাল এবার ভাল নয়। তার প্রভাব পড়েছে আর্থিক বৃদ্ধির উপরে। গত বছর উৎপাদন ক্ষেত্রের বৃদ্ধির হার ৯.৯ শতাংশে ঠেকেছিল, এবার সেটা কমে ৫.৩ শতাংশে নামতে পারে। আর পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির হার দাঁড়াতে পারে ৫.৮ শতাংশে। যা গত অর্থবর্ষে ছিল ৬.৪ শতাংশ।