মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

রাজ্যপাল সরিয়ে দিয়েছিলেন, সেই উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে পাঠালো রাজ্য  

Date:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যপালের সরিয়ে দেওয়া উপাচার্যদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে বহাল করল রাজ্য সরকার। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজের ক্ষমতা প্রদর্শন করে বহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিয়েছেন। কর্মসমিতিতে তাঁদের পাঠিয়ে বোসের বিরুদ্ধে পালটা পদক্ষেপ শিক্ষা দপ্তরের বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিঃশর্ত ক্ষমা চাইতে মানহানির নোটিশ দিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। সব মিলিয়ে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে।

কিছুতেই বিবাদ মিটছে না রাজ্যপালের সঙ্গে ব্রাত্য বসুর। বর্তমানে দুজনের সম্পর্ক আদায় কাঁচকলায়। নিজের ক্ষমতাবলে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে একের পর এক পরিবর্তন এনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ করেছেন তিনি। বোসের নিয়োগ করা উপাচার্যদের নিয়োগ অবৈধ বলে তাঁদের বেতন বন্ধ করে দিয়েছিল শিক্ষা দপ্তর। এই ঘটনাটি গড়ায় হাইকোর্টে। সেখানেই উপাচার্যদের বন্ধ করা বেতন চালু করতে এবং বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারপর থেকে আরও আগ্রাসী হয়ে পড়েছেন রাজ্যপাল।

শিক্ষা দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রকে সরিয়ে দিয়ে ক্ষমতা দেখিয়ে ছিলেন রাজ্যপাল। তাঁকেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে পাঠিয়ে ফোঁস করার প্রমাণ দিল পালটা জবাব দিল শিক্ষা দপ্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে পাঠানো হয়েছে আশুতোষ ঘোষকে। আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে পাঠানো হয়েছে মিতা বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে খেলা জমে উঠেছে।

এদিকে, শিক্ষা দপ্তরকে না জানিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ম্যাকাউট, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই নিয়ে মামলা পর্যন্ত হয় কলকাতা হাইকোর্টে। আর আদালত রাজ্যপালের নিয়োগকে বৈধ বলেছে।

শিক্ষা দপ্তরও রাজ্যপালকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। শিক্ষা দপ্তরকে না জানিয়ে উপাচার্য নিয়োগে গোসা হয় রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী আগেই নানা প্রতিক্রিয়া দিয়েছেন। এবার আর প্রতিক্রিয়ায় বিষয়টি থেমে নেই। রাজ্যপাল তাঁর পছন্দের উপাচার্য নিয়োগ করে চলেছেন। আর তাঁর অপছন্দের উপাচার্যদের শিক্ষা দপ্তরের পছন্দ বলে কর্মসমিতিতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং আবার শুরু হয়েছে জোর তরজা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

ICC Champions Trophy | দুবাই যেতে পারবেন ক্রিকেটারদের পরিবারের সদস্যরা! শর্তসাপেক্ষে সুর নরম বোর্ডের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি(ICC Champions Trophy)...

Sujay Krishna Bhadra | ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন, শর্ত বেঁধে দিল হাইকোর্ট

কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে...

Toronto Airport | অবতরণের সময় বিপত্তি! টরেন্টো বিমানবন্দরে যাত্রী সহ উলটে গেল বিমান, আহত ১৮

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবতরণের সময় ৮০ জন যাত্রী...

Prayagraj Mahakumbh | স্নানের উপযুক্ত নয়, প্রয়াগরাজে গঙ্গার জলের মান নিয়ে উদ্বেগ প্রকাশ পরিবেশ আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রয়াগরাজে গঙ্গার জলের মান...