সামসী: শীতের সকালে শিউরে উঠল মালদা (Malda)। প্রতি বছর যে এলাকায় পিকনিকের আসর বসে সেখান থেকেই উদ্ধার হল এক মহিলার অর্ধদগ্ধ দেহ। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মালতীপুরে (Malatipur)। তবে মহিলার পরিচয় এখনও জানা যায়নি। শুধু স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে দেহের একাংশ। প্রাথমিক অনুমান করা হচ্ছে মহিলাকে ধর্ষণ বা গণধর্ষণ (Rape) করে খুন করা হয়েছে।
এদিন সাত সকালে মালতীপুরের এক আমবাগান থেকে ওই মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। দেহের পাশেই পড়ে ছিল সোনার কানের দুল ও জুতো। মহিলার পোশাকও এলোমেলো ছিল। শুকনো খড় জ্বালিয়ে মহিলার গায়ে আগুন দেওয়া হয়েছে বলে অনুমান পুলিশের। যদিও মহিলার পরিচয় জানা যায়নি। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই মহিলা এলাকার বাসিন্দা নন। তাঁকে বাইরে থেকে নিয়ে এসে খুন করা হয়েছে।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চাঁচল থানার পুলিশ (Chanchal Police Station)। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সব সিসিটিভি ফুটেজ (CCTV)। কে বা কারা এই পাশবিক ঘটনাটির সঙ্গে জড়িত তার জন্য শুরু হয়েছে তদন্ত। আপাতত ঘটনাস্থল ব্যারিকেড করে রাখা হয়েছে। রয়েছে ব্যাপক পুলিশি টহল। এলাকায় উপস্থিত রয়েছে ফরেনসিক দলও। তবে গোটা ঘটনায় রীতিমত আতঙ্কে রয়েছেন আম বাগান এলাকার বাসিন্দারা।