উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুর নিয়োগ দুর্নীতি মামলার অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে গত ২৮ এপ্রিল সেই নির্দেশে সাতদিনের জন্য স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার সেই স্থগিতাদেশেরর মেয়াদও ফুড়িয়ে গেছে। নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অমৃতা সিনহার এজলাসে এসেছে। সোমবার বিচারপতি সিনহার এজলাসে রাজ্য সরকার পুর নিয়োগে সিবিআই তদন্ত পুনর্বিবেচনার আর্জি জানায়। তবে সেই মামলায় কোনও স্থগিতাদেশ দিলেন না বিচারপতি সিনহা।
এই তদন্তে স্থগিতাদেশ তো দেননি। পাশাপাশি কোনও নির্দেশও দেননি অমৃতা সিনহা। এদিন তিনি রায়দান স্থগিত রেখেছেন। আগামী ১২ মে, শুক্রবার এই মামলায় রায় দেবে হাইকোর্ট।