Tuesday, May 30, 2023
HomeTop Newsমোদি সরকারের ন’বছর পূর্তিতেই উদ্বোধন সেন্ট্রাল ভিস্তার? তোড়জোড় কেন্দ্রের

মোদি সরকারের ন’বছর পূর্তিতেই উদ্বোধন সেন্ট্রাল ভিস্তার? তোড়জোড় কেন্দ্রের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই পরিকল্পনা কেন্দ্রের। ২০১৪ সালের ২৬ মে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মোদি। সূত্রের খবর, চলতি মাসের ওই দিনে বা তার আশপাশের কোনও তারিখে নতুন সংসদ ভবন উদ্বোধন করা হবে। সংসদের বাদল অধিবেশন হবে নতুন সংসদ ভবনেই বলে খবর।

২০২০ সালের ডিসেম্বরে সেট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ৯৭০ কোটি টাকা ব্যয়ে রাইসিনা হিলসের এই নতুন সংসদ ভবনটি তৈরি হয়। ২০২০ সালে নয়া এই সংসদ ভবন তৈরির বরাত দেওয়া হয়েছিল টাটা প্রজেক্টস লিমিটেডকে। ৬৫ হাজার বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত ত্রিকোণাকৃতি নতুন সংসদ ভবনে বড় হল ঘর, একটি লাইব্রেরি, গাড়ি রাখার যথেষ্ট জায়গা এবং একাধিক কমিটি কক্ষ রয়েছে। ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর। ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জার থিম পদ্ম। চার তলা ভবনের মূল অধিবেশন কক্ষে মোট ১,২২৪ জন সাংসদের বসার ব্যবস্থা রয়েছে। সংসদ ভবনে মোট তিনটি প্রবেশদ্বার থাকছে। জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্মদ্বার। এছাড়াও সাংসদ, ভিআইপিদের জন্য থাকছে বিশেষ দ্বার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments