সোমবার, ১৭ মার্চ, ২০২৫

‘চোর চোর’ স্লোগানে ধর্নামঞ্চে স্বাগত কুণালকে, শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠক সোমবার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১০০০ দিন ধরে রাস্তায় চাকরিপ্রার্থীরা। এদিনই ধর্মতলার মঞ্চে চাকরি না পাওয়ার প্রতিবাদে নিজের মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান এক মহিলা চাকরিপ্রার্থী। এর কিছুক্ষণ পরেই চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে হাজির হন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল মঞ্চে আসতেই ধর্ণামঞ্চ থেকে দেওয়া হয় চোর চোর স্লোগান। পরে অবশ্য কুণাল ঘোষের মধ্যস্থতায় সাময়িক জট কাটার আশা দেখছেন চাকরিপ্রার্থীরা।

এদিন কুণাল ঘোষ চাকরী প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছান ধর্মতলার ধর্নামঞ্চে। সেই মঞ্চ থেকেই কুণাল কথা বলেন চাকরিপ্রার্থীদের। ধর্নামঞ্চ থেকেই টেলিফোনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন কুণাল। কথা বলিয়ে দেন চাকরিপ্রার্থীদের সঙ্গেও। এরপরই জট কাটাতে দু’পক্ষর বৈঠকের আয়োজন হয়। বৈঠকে ঠিক হয়, আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন চাকরিপ্রার্থীদের সাত সদস্যের প্রতিনিধি দল। দুপুর তিনটেয় চাকরিপ্রার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী।

পরে কুণাল বলেন, “চাকরিপ্রার্থীদের মঞ্চকে রাজনৈতিক মঞ্চে পরিণত করতে চাই নি বলেই এতদিন এখানে আসিনি। তবে ওদের সঙ্গে আমার বরাবরই যোগাযোগ রয়েছে। রাসমণিকে মাথা ন্যাড়া হতে দেখে আর বসে থাকতে পারিনি। তাই সোজা ওদের ধর্না মঞ্চে চলে এসেছি।”

কুণাল ঘোষ ধর্নামঞ্চে এসে মন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করে দেওয়ায় খুশী চাকরিপ্রার্থীরাও। চাকরিপ্রার্থীরা বলেন, “এক হাজার দিন ধরে রোদে, জলে বসে টানা আন্দোলন করে চলেছি। আমরা চাইছিলাম, সরকার আমাদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত নিয়োগের ব্যবস্থা করুক। যাতে নতুন বছরের শুরু থেকে আমরা স্কুলে যেতে পারি। অবশেষে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। এটা অবশ্যই আন্দোলনের জয়।”

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Grenade Attack | পুলিশের সঙ্গে গুলির লড়াই, অমৃতসরের মন্দিরে গ্রেনেড হামলার মূল অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অমৃতসরের একটি মন্দিরে (Amritsar temple)...

RG Kar Case | আরজি কর কাণ্ড, নির্যাতিতার মা-বাবর আবেদনে মান্যতা, আর্জি শুনতে পারবে কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar...

Kupwara Encounter | উত্তপ্ত ভূস্বর্গ, কুপওয়ারায় সেনাবাহিনীর অভিযান, নিরাপত্তাবাহিনী-জঙ্গিদের গুলির লড়াই শুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ।...

US strikes on Houthis | লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ না হলে অভিযান চলবেই, হুথিদের হুঁশিয়ারি আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের...