Wednesday, May 31, 2023
Homeজাতীয়বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা

বাংলায় নিষিদ্ধ ‘দ্য কেরালা স্টোরি’, সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মাতারা

নয়াদিল্লি: বাংলায় ইতিমধ্যেই ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। এবার বাংলার মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ছবির নির্মাতারা। অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গে তাঁদের আবেদনে তামিলনাড়ুর প্রসঙ্গও উঠে এসেছে। তামিলনাড়ুর প্রেক্ষাগৃহে এই ছবি চলাকালীন সরকার নিরাপত্তার ব্যবস্থা করুক বলে আর্জি জানিয়েছেন নির্মাতারা।

বাঙালি পরিচালক সুদীপ্ত সেন নির্মিত ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ছড়িয়েছে। অভিযোগ, এই ছবি সাম্প্রদায়িকতাকে উসকানি দিচ্ছে। অশান্তি এড়াতে তাই সোমবারই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটিকে সে রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেন। রাজ্যের শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।

বাংলাই প্রথম রাজ্য, যেখানে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে তামিলনাড়ু এবং কেরলেও বিক্ষিপ্তভাবে এই ছবিকে ঘিরে অশান্তি সৃষ্টি হয়েছে। কেরলে এই ছবিকে বেশি প্রেক্ষাগৃহই দেওয়া হয়নি বলে অভিযোগ। এছাড়া, তামিলনাড়ুতে অশান্তির জন্য বেশ কিছু প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শন বন্ধ হয়ে গিয়েছে। ফলে সেখানেও নিরাপত্তা দাবি করেছেন নির্মাতারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments