মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

‘বাংলায় কেন হিংসা হবে?’, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের

শেষ আপডেট:

নয়াদিল্লি: বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ প্রদর্শন নিষিদ্ধ করা নিয়ে হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে। এ নিয়ে মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। পশ্চিমবঙ্গে কেন সিনেমাটি নিষিদ্ধ করা হল? তা নিয়ে এবার পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দিয়ে জবাব চাইল সুপ্রিম কোর্ট।

শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ‘সব রাজ্যে সিনেমাটা দেখানো হচ্ছে। কোথাও কোনও হিংসা হচ্ছে না। তাহলে বাংলায় দেখাতে আপত্তি কোথায়?’ শীর্ষ আদালত আরও জানিয়েছে, সিনেমা তো হলে চলতে দিতে হবে। যাঁর ইচ্ছে হবে তিনি দেখবেন, যাঁর হবে না তিনি দেখবেন না। সাধারণ বিষয়কে এত জটিল করার কী আছে? একইভাবে তামিলনাড়ুর এমকে স্ট্যালিন সরকারকেও নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছিল মামলাকারীদের তরফে। কিন্তু দু’পক্ষের সওয়াল শেষে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। সেই নোটিশের ভিত্তিতে নবান্নকে আগামী মঙ্গলবারের মধ্যে জবাব দিতে হবে। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে।

এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে সওয়াল করেন অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি বলেন, ‘এই সিনেমায় এমন রসদ রয়েছে যা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে।’ এর প্রেক্ষিতেই প্রধান বিচারপতি বলেন, ‘সব রাজ্যে চলছে, কোথাও কিছু হচ্ছে না, বাংলায় কেন হবে?’ তবে আপাতত মঙ্গলবার পর্যন্ত নবান্নের নির্দেশিকা বহাল থাকবে। বুধবার সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

UPSC | ফল প্রকাশ হল ইউপিএসসি-র, শীর্ষস্থানে উত্তরপ্রদেশের মেয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার প্রকাশিত হল সর্বভারতীয় সিভিল...

Rahul Gandhi | ‘আপস করেছে কমিশন’, বস্টনে বিস্ফোরক রাহুল

ওয়াশিংটন ও নয়াদিল্লি: বিদেশ সফরে গিয়ে মহারাষ্ট্র বিধানসভা ভোটে...

J&K Terrorist Attack | জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটক, ক্ষোভ প্রকাশ ওমর আব্দুল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার...

Sukanta Majumdar | আইনি প্রক্রিয়া মেনে বিএসএফ ক্যাম্প সম্ভব, বললেন সুকান্ত

অর্ণব চক্রবর্তী, জাফরাবাদ (সামশেরগঞ্জ): সামশেরগঞ্জে সংঘর্ষে বিধ্বস্ত এলাকায় গিয়ে...