জাতীয়

জি-২০ সম্মেলনে ‘সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর মন্ত্র ধ্বনিত হল মোদির কণ্ঠে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজকীয় অভিষেক জি-২০ সম্মেলনের। ‘সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’-এর মন্ত্র জি-২০ সদস্য দেশগুলিকে শেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবিশ্বাসের ক্ষতে প্রলেপ দিতে ভারতই সকলকে মার্গদর্শন করবে বলে কার্যত এদিন নিজের উদ্বোধনী ভাষণে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ‘দিল্লিতে আড়াই হাজার বছর পুরনো একটি স্তম্ভে লেখা রয়েছে মানবজাতির কল্যানের কথা। এই সম্মেলনে সেই বার্তা আরও বেশি বাস্তবায়িত করার আবেদন জানাচ্ছি।এই সম্মেলনে দেশগুলির মধ্যে যোগ হল আফ্রিকান উইনিয়ন। মোদি এদিন বলেন, ভারতে ৬০টির বেশি শহরে ২০০-র বেশি বৈঠক হয়েছে জি-২০ নিয়ে।

শনিবার সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমগ্র বিশ্বের মধ্যে বিশ্বাসের যে সংকট তার প্রসঙ্গ তুলে ধরে বলেন ‘এটাই উপযুক্ত সময়। দীর্ঘদিনের পুরনো চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করতে হবে আমাদের। বিশ্বে মানবতা এবং শান্তির প্রতীক হিসেবে নিজেদের সমস্ত দায়িত্বগুলি পালন করতে হবে। করোনা অতিমারির পর বিশ্বজুড়ে একটি বিশ্বাসের সংকট তৈরি হয়েছিল। যুদ্ধ এই পরিস্থিতি আরও সংকটময় করে তুলেছিল। যদি আমরা কোভিডকে হারিয়ে দিতে পারি তবে এই সংকটময় পরিস্থিতি, অবিশ্বাসের ছায়াকেও দূর করতে সক্ষম। জি-২০ সভাপতি দেশ হিসেবে আমি গোটা বিশ্বের সমস্ত দেশের কাছে আহ্বান জানাচ্ছি, এই অবিশ্বাসের ছায়া দূর করে বিশ্বাস এবং ভরসা ফেরানোর তাগিদ নিতে হবে আমাদেরই। সেই অঙ্গীকার করি আমরা। সকলের সঙ্গে একযোগে পথ চলার সময় এটা।’

আফ্রিকান ইউনিয়নকে কিভাবে জি ২০র সদস্য পদ দেওয়া যায় সেই প্রস্তাব রেখেছিল ভারত। আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টকে সকলের সমর্থন নিয়ে এদিন আসন গ্রহণ করতে বলেন মোদি। এরপর আফ্রিকান ইউনিয়নের চেয়ারপার্সন আজালি আসুমানিকে আলিঙ্গন করে প্রধানমন্ত্রী বলেন, ‘সকলের সঙ্গে মিলে চলার ভাবনা থেকেই ভারত জি-২০ দেশগুলির মধ্যে আফ্রিকান ইউনিয়নকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছিল। আমার বিশ্বাস এই প্রস্তাবে সকলেই ভারতের সঙ্গে একমত।’

শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ জি-২০ সম্মেলনের প্রথম পর্যায়ের বৈঠক শুরু হয়। সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী স্বাগত জানান সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রনেতাদের।প্রগতি ময়দানের ভারত মণ্ডপে উপস্থিত হন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ তাবড় রাষ্ট্রনেতারা। উপস্থিত হন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতারেস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধ্যানম ঘেব্রাইসাস সহ অন্য বিশিষ্ট অতিথিরা। ভারত মণ্ডপের সামনে কোনারকের সূর্য মন্দিরের আদলে তৈরি রেপ্লিকার সামনে সকলকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

WBCHSE HS 2024 | কীভাবে ৫০০-য় ৪৫৯? ফল বিক্রেতার ছেলের রেজাল্ট অবাক করল চ্যাংরাবান্ধাকে

চ্যাংরাবান্ধা: বাবার ফলের দোকান। মাঝে মধ্যে বাবাকে সাহায্য করতে দোকানে গিয়ে বসতে হয় সম্রাটকে। কারণ…

2 mins ago

CM Mamata Banerjee | ‘রাজ্যপাল ডাকলেও রাজভবনে যাব না, পাশে বসাও পাপ’: মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল সিভি আনন্দ বোসের (C. V. Anand Bose) বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির…

4 mins ago

Virat-Anushka | শেয়ার বাজারেও বাজিমাত বিরাট-অনুষ্কার! চার বছরে বিরুষ্কা দম্পতির মুনাফা ৬.৫৬ কোটি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শেয়ার বাজারেও বাজিমাত করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ২০২০ সালে…

5 mins ago

Changrabandha | আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সুচিত্রার! উচ্চমাধ্যমিকে দিনমজুরের মেয়ের সফলতার গল্প মুখে মুখে

চ্যাংরাবান্ধাঃ অন্যের জমিতে চাষবাস করেই চলে সংসার। নুন আনতে পান্তা ফুরোনোর পরিস্থিতি। এই আর্থিক প্রতিকূলতা…

46 mins ago

Amit Shah | অন্ডাল বিমানবন্দরে অমিত শা’কে বিদায় জানাতে ‘কয়লা মাফিয়া’! অভিযোগ তৃণমূলের

আসানসোল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে (Amit Shah) বিদায় জানাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজি নজরুল…

51 mins ago

Balurghat Hospital X-Ray | এক্স-রে মেশিন থেকেও বন্ধ! কেন এমন পরিস্থিতি বালুরঘাট হাসপাতালে?

বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat hospital) আকাল এক্স-রে প্লেটের (Insufficiency of X-ray plates)। প্লেটের অভাবে…

1 hour ago

This website uses cookies.