Tuesday, January 21, 2025
Homeউত্তরবঙ্গBalurghat | ভুয়ো চেকে হাপিস হয়েছিল টাকা, অবশেষে বালুরঘাট পুরসভাকে হারানো অর্থ...

Balurghat | ভুয়ো চেকে হাপিস হয়েছিল টাকা, অবশেষে বালুরঘাট পুরসভাকে হারানো অর্থ ফেরাল ব্যাংক কর্তৃপক্ষ

সুবীর মহন্ত, বালুরঘাট: ভুয়ো চেকের মাধ্যমে হারানো অর্থ অবশেষে ফিরে পেল বালুরঘাট পুরসভা। বালুরঘাট পুরসভাকে হারিয়ে যাওয়া ওই সাড়ে ১৪ লক্ষ টাকা ফেরাল সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। এই টাকা জালিয়াতির ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে দ্রুত ওই টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল পুরসভা, সেই মোতাবেক ওই টাকা ফিরিয়ে দেওয়া হল ব্যাংকের তরফে। তবে ওই ঘটনায় থানায় যে মামলা হয়েছে, তার তদন্ত আজও চলছে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। এই ঘটনায় বালুরঘাট পুরসভার কোনও কর্মী বা অন্য আরও কেউ জড়িত রয়েছে কি না, তার তদন্ত চলছে। তবে হারানো অর্থ ফেরত পেয়ে খুশি বালুরঘাট পুর কর্তৃপক্ষ।

গত ১২ ও ১৩ নভেম্বর তিন দফায় ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা গায়েব হয়ে যায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বালুরঘাট পুরসভার অ্যাকাউন্ট থেকে। সরকারি প্রকল্পের টাকা ছিল ওই অ্যাকাউন্টে। আচমকা ওই টাকা গায়েবের ঘটনা নজরে আসতেই হইচই পড়ে যায় বালুরঘাট পুরসভায়। ব্যাংকে খোঁজ নিয়ে জানা যায় যে, পুরসভার ইস্যু করা তিনটি চেকের ভিত্তিতে ওই টাকা গিয়েছে মোঃ ইশাক খান নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে। অথচ যে চেক নম্বরগুলি দিয়ে ওই টাকা লেনদেন হয়েছে, সেই চেকগুলি সহ চেক বইটি বালুরঘাট পুরসভাতেই মজুত রয়েছে। বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষকে ওই টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় পুরসভা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, জাল চেকের মাধ্যমে মুচিপাড়া থানার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চ থেকে তোলা হয়েছে। এরপরই মুচিপাড়া থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। গত সপ্তাহে আরও একজনকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ।

বালুরঘাটের পুরপ্রধান অশোক মিত্র বলেন, ‘পুরসভার কাছে ওই চেকগুলি সুরক্ষিতভাবেই রাখা হয়েছিল। এরপরেও ওই চেক জালিয়াতি করে ওই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১৪ লক্ষ ৪০ হাজার ৬৮ টাকা তুলে নিয়েছিল প্রতারিতরা। এনিয়ে আমরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। পুলিশ এনিয়ে তদন্ত করছে। আমরা ব্যাংককেও এই টাকা ফেরত দেওয়ার জন্য বলেছিলাম। ব্যাংক টাকা ফিরিয়ে দিয়েছে। ’ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ জানান, ‘এই মামলায় পুরসভা টাকা ফেরত পেয়েছে। এটা একটা বড় প্রাপ্তি। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।’

RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Fear of unknown smells | অজানা গন্ধে আতঙ্ক পতিরামে, অস্বস্তির শিকার একাধিক মানুষ

0
পতিরাম: অজানা গন্ধে আতঙ্ক থেকে দক্ষিণ দিনাজপুরের পতিরামের একাধিক এলাকায়। সোমবার বিকেল থেকে এক বিকট গন্ধে আচ্ছন্ন হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। গন্ধের কারণে এই...

Fire | তুরস্কের রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড, মৃত্যু কমপক্ষে ৬৬ জনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রিসর্টে (Resort) বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire)। মৃত্যু হল অন্তত ৬৬ জনের। জখম ৫১ জন। তুরস্কের (Turkey) বোলু শহরে ঘটনাটি ঘটে। হতাহতের...

ICDS Center | চাকরি না মেলায় আন্দোলনে শামিল জমিদাতারা, একই দিনে ৩৪ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে...

0
শীতলকুচি: চাকরির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় একই দিনে শীতলকুচি ব্লকের ৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (ICDS Center) তালা ঝোলালেন জমিদাতারা। সোমবার ওই ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা...

South Dinajpur University | অচলাবস্থা কাটল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের, দেড়মাস পর যোগ দিলেন নতুন...

0
বালুরঘাট: অনেক গড়িমসির পর অবশেষে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক প্রনব ঘোষ। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করতেন। প্রায় দেড়...

Buffalo Smuggling | মোষ পাচারে আঙুল ফুলে কলা গাছ

0
আলিপুরদুয়ার ব্যুরো: মোষ পাচার কাণ্ডের অন্যতম পান্ডা কার্তিক দাসকে শনিবার পুলিশ গ্রেপ্তার করেছে (Buffalo Smuggling)। তার পরিবারের দাবি, কার্তিক নিরপরাধ। এদিকে এলাকায় কিন্তু মোষ...

Most Popular