উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিজের স্বামী এবং ৬ সন্তানকে নিয়ে রাজেশ্বরীর ভরা সংসার। কিন্তু ভালোবাসার টানে সেই স্বামী এবং সন্তানদের মায়া কাটিয়ে নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন তিনি! আর সেই প্রেমিকের পেশা কী? না তিনি ভিক্ষা করেন,তবে ভালোবাসায় বিন্দুমাত্র কার্পণ্য করেননি। হ্যাঁ, ননে পন্ডিত নামে এক ভিখারির সঙ্গেই পালিয়ে গিয়েছেন রাজ্যেশ্বরী। এমনটাই অভিযোগ করেছেন রাজেশ্বরীর স্বামী রাজু। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদোই জেলায়। তবে এই ঘটনার পেছনে ননের অন্য কোনও মতলব থাকতে পারে বলেও সন্দেহ করছেন রাজু। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, হারদোই জেলার হরপালপুর এলাকায় নিজের পরিবারের সঙ্গে থাকতেন রাজু। সেই এলাকাতেই মাঝেমধ্যে ভিক্ষা করতে আসতেন ননে পন্ডিত নামের ওই যুবক। এলাকায় আসলেই রাজেশ্বরীর সঙ্গে নাকি দীর্ঘক্ষণ কথা বলত সে। রাতেও তাঁরা ফোনে কথা বলত বলে জানিয়েছে রাজু।
সূত্রের খবর, গত ৩ জানুয়ারি বাজার যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন রাজেশ্বরী। আর তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছেনা তাঁর। রাজুর দাবি, ননেই তাঁর স্ত্রীকে অপহরণ করেছে অথবা পালাতে বাধ্য করেছে। তাঁর অনুমান কোনও কারণে রাজেশ্বরীকে ব্ল্যাকমেল করছিল সে। রাজু আরও জানান যে, সম্প্রতি মোষ বিক্রি করে যে টাকা পেয়েছিলেন তিনি সেটাও নিয়ে পালিয়েছে তাঁর স্ত্রী। তবে পুলিশের প্রাথমিক অনুমান ভালোবাসার টানেই ঘর ছেড়েছেন রাজেশ্বরী। কিন্তু তাঁদের খুঁজে না পাওয়া পর্যন্ত সেই ব্যাপারে স্পষ্ট হওয়া যাচ্ছে না। ননে এবং রাজেশ্বরীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।