ডিজিটাল ডেস্ক : তৃণমূলের বিরুদ্ধে যে ক’টি অভিযোগ আনেন বিরোধীরা, তার মধ্যে তোলাবাজি অন্যতম। আর এই তোলাবাজি প্রসঙ্গে এবার নাম জড়াল তৃণমূল ছাত্র পরিষদের নেতা তীর্থঙ্কর কুন্ডুর। জানা গিয়েছে, বাঁকুড়া শহরের একটি গার্লস স্কুলে একটি চিঠি পাঠানো হয়েছে। যে চিঠিতে দাবি করা হয়েছে 5 লক্ষ টাকার। চিঠির প্রেরক হিসেবে নাম করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলা সভাপতির আত্মসহায়কের। এই চিঠিতে রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছে, সময়মতো টাকা না পেলে স্কুল জ্বালিয়ে দেওয়া হবে। এমনকি ছাত্রীদের ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে বাঁকুড়া সদর থানায়। অন্যদিকে এই খবর পেয়ে থানায় হাজির হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের বাঁকুড়া জেলা সভাপতি তীর্থঙ্কর কুন্ডু। তিনি দাবি করেছেন, তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্যই কেউ এভাবে চিঠি পাঠিয়েছে। তাঁর কোন আত্মসহায়ক নেই বলে জানান তীর্থঙ্কর কুন্ডু। অন্যদিকে জানা গিয়েছে, বাঁকুড়ার ওই স্কুলের পাশাপাশি চিঠি গিয়েছে মেদিনীপুরের একটি কলেজেও। সেখানেও একই বয়ান পাঠানো হয়েছে। এই চিঠির কথা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয়েছে এসএফআই এবং এবিভিপি। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ শুরু করেছে তদন্ত।
আরও পড়ুন : লকেটকে আইনি পথে চিঠি বেচারাম মান্নার, ক্রমশ বাড়ছে সংঘাত